বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাওড়া পুরসভা অভিযানের ডাক দিয়েছেন আগামী ৬ অক্টোবর। সেদিনই ডেঙ্গি নিয়ে বিশেষ অভিযানে নামছে হাওড়া পুরসভা। ডেঙ্গি রোধে এক সপ্তাহ বিশেষ অভিযান কর্মসূচি পালন করবে পুরসভা। যদিও বিজেপির পুর অভিযানের ভয়েই ৬ তারিখ থেকে এই কর্মসূচির আয়োজন বলে দাবি বিজেপির।

Howrah City Police : পিষে দিয়ে যায় ট্রেলার, হাওড়ায় মর্মান্তিক মৃত্যু পুলিশ কর্মীর
কী জানা যাচ্ছে?

ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে হাওড়া পুর এলাকায়। আগামী ছয় অক্টোবর থেকে এক সপ্তাহ ডেঙ্গি মোকাবিলায় বিশেষ কর্মসূচি নিয়েছে হাওড়া পুরসভা। এ নিয়ে কটাক্ষ শুরু করে দিয়েছে বিজেপির। তাঁদের বক্তব্য, পুরসভা অভিযানের ডাক দিতেই পালটা এই আয়োজন পুর কর্তৃপক্ষের।

Flood Alert in West Bengal : রাতেই ডুবল বিস্তীর্ণ এলাকা, বানভাসিদের জন্য ত্রাণ শিবির হাওড়ায়
বিজেপির পুরসভা অভিযান

হাওড়া পুরসভার সার্বিক ব্যর্থতা, পুরসভার নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে আগামী ৬ই অক্টোবর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হাওড়া পুরসভা অভিযানের ডাক দিয়েছে বিজেপি। আর ঠিক ওই দিন থেকেই ডেঙ্গি প্রতিরোধ সপ্তাহ পালন শুরু করছে হাওড়া পুরসভা। যা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে গুঞ্জন।

DVC Water Release Howrah : রাতেই জলমগ্ন হওয়ার আশঙ্কা হাওড়ার বিস্তীর্ণ অংশ, সতর্ক জেলা প্রশাসন
পুরসভা কী বলছে?

হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানিয়েছেন, আগে থেকেই ডেঙ্গি প্রতিরোধে ৮ই অক্টোবর হাওড়া শহরের ৪০০ টি ক্লাবকে নিয়ে ডেঙ্গি বিজয় অভিযান করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেখানে ক্লাবগুলিকে আর্থিকভাবে সাহায্য করা হবে পুরসভার পক্ষ থেকে। প্রতিটা ক্লাব তার এলাকায় ছোট ছোট পদযাত্রা, আলোচনা সভা করবে ও ফ্লেক্স লাগানো সহ মানুষকে সচেতন করার জন্য নানা কাজ করবে।

কী কর্মসূচি রয়েছে?

আগামী ৬ অক্টোবর থেকে ১৩ই অক্টোবর পর্যন্ত মিউনিসিপাল অ্যাফেয়ার্স দফতরের উদ্যোগে হাওড়া শহরে ডেঙ্গি প্রতিরোধ সপ্তাহ পালন করা হবে। এই প্রতিরোধ সপ্তাহে মূলত জোর দেওয়া হবে বিভিন্ন জায়গা থেকে স্ক্র‍্যাপ সংগ্রহ, চারিদিক পরিষ্কার পরিচ্ছন্নের উপর। পাশাপাশি পুর এলাকার মানুষকে সচেতন করার বিষয়ে নজর দেওয়া হবে।

ডেঙ্গি মোকাবিলায় চারশো ক্লাবকে অনুদান! প্রবল বিতর্ক!

পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানান, হাওড়া শহরে ডেঙ্গি গ্রাফ আবার উর্ধমুখী। ৩৯ নম্বর ওয়ার্ডে ডেঙ্গির আক্রান্তের সংখ্যা অনেকটাই বেশি। এখানে যেটা বাড়ি বাড়ি গিয়ে দেখা গেছে যে মূলত বাড়িতে জমিয়ে রাখা জল থেকেই এই ডেঙ্গির মশার লার্ভা পাওয়া যাচ্ছে। তাই ওই ওয়ার্ডে বিশেষ করে পুর নিগমের কর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছেন। মানুষকে সচেতন করার কাজ করছেন।

বিজেপির বক্তব্য কী?

বিজেপি হাওড়া সদরের সম্পাদক ওম প্রকাশ সিং জানান, আগামী ৬ ই অক্টোবর শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হাওড়া পুরসভা ঘেরাও অভিযান হবে। আর তাই ভয় পেয়ে ওইদিন থেকে ডেঙ্গি মোকাবিলা সপ্তাহ পালন করবে পুরসভা। এতদিন টনক নড়েনি কেন? এই প্রশ্নই তুলেছেন তিনি।

সমস্ত খবর জানতে এই সময় ডিজিটাল হোয়াটস্যাপ চ্যানেল। ক্লিক: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version