কৃষি ভবনে আবাস যোজনায় উপভোক্তা নয়, পার্টি কর্মীদের নিয়ে যাওয়া হয়েছিল। ওঁদের সঙ্গে আগে দেখা করতে বলা হয়েছিল। তৃণমূল শীর্ষ নেতৃত্ব আগে দেখা না করে ওঁদের সঙ্গে কথা বলতে বলে। ওঁরা নাটক করেছে। কলকাতায় এসে তৃণমূলকে সরাসরি আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রীর। আজকে কলকাতায় পা রাখেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতি। দিল্লিতে কৃষি ভবনে তাঁর সঙ্গে তৃণমূলের প্রতিনিধি দল সাক্ষাৎ করতে গিয়েছিলেন। তবে মন্ত্রী তাঁদের সঙ্গে দেখা করেননি বলে অভিযোগ করেছিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এরপর শনিবার হঠাৎ কলকাতায় আসেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী। রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপরই তিনি সাংবাদিক বৈঠক করেন।

Niranjan Jyoti at Kolkata : অভিষেকদের চাপে কলকাতায় কেন্দ্রীয় মন্ত্রী? ধরনা মঞ্চে আহ্বান তৃণমূলের
প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতি কী বলেন?

মন্ত্রী এদিন জানান, গ্রাম সড়ক যোজনার ইউপিএ সরকার ৫৪০০ কোটি টাকা দেওয়া হয়েছিল। মোদী সরকার ১১ হাজার কোটি টাকা দিয়েছে। মোদী সরকার ৭৪ হাজার কোটি টাকা মহিলাদের উন্নয়নের জন্য টাকা দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। আমরা পক্ষপাতিত্ব করলে এতগুলি টাকা কেন দিতাম? জানান তিনি। রাজ্যের একাধিক প্রকল্পে ইউপিএ সরকার থেকেই সমস্ত প্রকল্পেও কয়েক গুণ বেশি টাকা বর্তমান মোদী সরকার দিয়েছে বলে তথ্য তুলে ধরেন তিনি।

আর কী জানালেন তিনি?

দিল্লিতে কৃষি ভবনের বৈঠক সম্পর্কে তিনি বলেন, তিনি আড়াই ঘণ্টা অপেক্ষা করছিলেন। কিন্তু, তৃণমূলের শীর্ষ নেতৃত্ব যে সব ভুক্তভোগী মানুষকে নিয়ে যাওয়া হয়েছিল, তাঁদের সঙ্গে আগে দেখা করার কথা বলা হয়েছিল। কিন্তু, আমি জানিয়েছিলাম তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আমি আগে কথা বলব। সাধারণ মানুষের সঙ্গে আমি যে কোনও সময় কথা বলতে পারি, কিন্তু এখানে আপনারা যে কারণে এসেছিলেন, সেই বিষয়ের উপর আগে বৈঠক করতে চেয়েছিলাম। তৃণমূল নেতৃত্ব আসলে আমার সঙ্গে দেখা করতেই চাইনি বলে জানান তিনি। পেছনের গেট দিয়ে পালিয়ে যাওয়ার ব্যাপারে মন্ত্রী জানান, তিনি পেছনের ৪ নং গেট দিয়েই যাতায়াত করেন।

তৃণমূলের ধরনা মঞ্চ

তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব কলকাতায় ফিরেই রাজভবন অভিযানের ডাক দেয়। রাজ্যপাল সিভি আনন্দ বোস কলকাতায় না থাকার কারণে রাজভবনের সামনে ধরনা কর্মসূচি শুরু করে তৃণমূল কংগ্রেস। রাজভবনের সামনে থেকে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব জানিয়ে দেয়, যতদিন না রাজ্যপাল দেখা করবেন, কেন্দ্রীয় বকেয়া টাকা মেটানোর ব্যবস্থা করা হবে ততদিন এই আন্দোলন চলবে বলে জানানো হয়।

‘দিল্লি থেকে ফিরিয়ে আনা চিঠি রাজ্যপালের কাছে দেব’, জানালেন অভিষেক

বিজেপির অভিযোগ

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগেই অভিযোগ করেছিলেন, রাজভবনের সামনে ১৪৪ ধারা জারি থাকে। আইন লঙ্ঘন করে তৃণমূলের প্রতিনিধিরা সেখানে ধরনা করছেন বলে জানান শুভেন্দু। এমনকি কেন্দ্রীয় প্রকল্পের জন্য যে আর্থিক বঞ্চনার অভিযোগ তোলা হচ্ছে, সেক্ষেত্রে ভুয়ো জব কার্ড বানিয়ে কোটি কোটি টাকার দুনীতি করা হয়ছে। সেই কারণেই কেন্দ্রীয় সরকার প্রকল্পের টাকা বন্ধ রেখেছে বলে বিজেপির তরফে দাবি করা হয়

সব খবর সময় পেতে এই সময় ডিজিটাল হোয়াটস্যাপ চ্যানেল। ক্লিক: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version