জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ভারতসেরা ক্যান্টিন নির্বাচিত হলো ‘মোহনবাগান ক্যান্টিন’ বা ‘কাজুদার ক্যান্টিন’। ডিজিটাল জার্নালিস্টদের সংগঠন  “ওয়েব জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া” এই শিরোপা তুলে দেয় মোহনবাগানের হাতে। সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে, বিচারকমণ্ডলী ক্লাবে গিয়ে পুরষ্কৃত করে মোহনবাগান ক্যান্টিনকে।

আরও পড়ুন:  পহেলগাঁওয়ের পরেও ভারত-পাক! এশিয়া কাপে চর্চায় ক্রিকেট থেকে সন্ত্রাস, আর দাদা বলছেন…

আরও পড়ুন: ক্রাচ থেকে সামারসল্ট! ভাঙা হাড়েও ব্যাটিং! কোন ধাতুতে গড়া মৃত্যুঞ্জয়ী ঋষভ পন্থ?

প্রায় এক মাস ধরে এই ক্লাবের ক্যান্টিনকে পর্যবেক্ষণে রাখা হয়। খাবারের গুণগত মান, পুষ্টিগুণ, পরিবেশের পরিচ্ছন্নতা, ক্যান্টিনের কর্মচারী এবং কর্তৃপক্ষের ব্যবহার ইত্যাদি নজরে রাখা হয়।পশ্চিমবঙ্গ শাখার সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী জানান ভারতে একাধিক পৃথিবীখ্যাত ক্যান্টিন রয়েছে। সেই ক্যান্টিনগুলো আলাদা আলাদা ভাবে ভারতসেরা শিরোপাও পেয়েছে। তিনি জানান নিরপেক্ষ ভাবেই এই ক্যান্টিন সেরা শিরোপা অর্জন করেছে। অফিস সেক্রেটারি অনামিকা মন্ডল, বিশিষ্ট ব্যাডমিন্টন কোচ তাপস বিশ্বাস, শিল্পী সুরথ চক্রবর্তী, পন্ডিত সুভাষ সিংহরায়, মডেল শর্মিষ্ঠা রায়চৌধুরী, সমাজসেবী সোমা দে মন্ডল সহ আরো বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন । 

২৯ জুলাই,মোহনবাগান দিবস। এর আগেই ভারতসেরা ক্যান্টিনের শিরোপা পেয়ে আপ্লুত মোহনবাগান ক্লাব ও ক্যান্টিন কর্তৃপক্ষ। মালিক কাজুদা বা পলাশ মুখার্জি এবং প্রীতম মুখার্জি আন্তরিকভাবে ধন্যবাদ জানান  অ্যাসোশিয়েশন এবং ডক্টর চন্দ্রচূড় গোস্বামীকে। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version