অয়ন ঘোষাল: কবি সুভাষ (Kavi Subhash) মেট্রো স্টেশনে (Metro Station) (ব্লু লাইন) মেট্রো পরিষেবা সাময়িকভাবে বন্ধ। মেট্রোর পিলারে বড়সড় ফাটল।
কলকাতা, ২৮শে জুলাই, ২০২৫ মেট্রো থেকে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে, ব্লু লাইনের কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে মেট্রো পরিষেবা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। সাম্প্রতিক ভারী বৃষ্টির কারণে প্ল্যাটফর্মের অসম বিন্যাসের ফলে আপ প্ল্যাটফর্মের কিছু স্তম্ভে ফাটল দেখা দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ব্লু লাইনে মেট্রো পরিষেবা শহিদ ক্ষুদিরাম এবং দক্ষিণেশ্বর স্টেশনের মধ্যে উভয় দিকেই চলাচল করবে। কবি সুভাষ স্টেশনে যাত্রী পরিষেবা বন্ধ থাকলেও, খালি রেকগুলি রিভার্সাল এবং রক্ষণাবেক্ষণের জন্য স্টেশন পর্যন্ত যাতায়াত করবে। আপাতত শহীদ ক্ষুদিরাম পর্যন্ত ট্রেন চলবে। টানা বর্ষণে কবি সুভাষ মেট্রো আপ লাইনের প্ল্যাটফর্মে পিলারে কিছু ফাটল।
মেট্রো রেলওয়ের কর্মকর্তারা বর্তমানে ক্ষতিগ্রস্ত স্থানটি মূল্যায়ন করছেন, এবং ক্ষতিগ্রস্ত কাঠামো দ্রুত মেরামত ও পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় কাজ শুরু করা হবে।
যতদিন না ড্যমেজের কারণ স্পষ্ট হচ্ছে বা মেরামত হচ্ছে ততদিন কবি সুভাষ স্টেশন টি যাত্রীদের জন্য ব্যবহৃত হবে না।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)