কী জানা যাচ্ছে?
বীরভূম জেলার, শান্তিনিকেতন থানার অন্তর্গত সর্পলেহনা গ্রাম পঞ্চায়েতের অধীন সর্বানন্দ গ্রামের ৫ বিঘা ১৫ শতক সরকারি খাস জমি দখল দখলের অভিযোগ উঠেছে। অভিযোগ তুলে বিক্ষোভ সামিল এলাকাবাসী।
ওই মৌজায় জে.এল নাম্বার- ৩১, দাগ নম্বর- ১ হাজার ৫১ পরিমাপ- ৫ বিঘা ১৫ শতক সরকারি খাস জমি দখল করে ঘিরে রেখে বাগান ও বাড়ি তৈরির অভিযোগ উঠল তরুণ মিত্র নামে এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয় গ্রামবাসীদের দাবি, ওই জমি সরকারি খাস জমি। জমি দখলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন তাঁরা।
গ্রামবাসীদের কী অভিযোগ?
স্থানীয় সর্পলেহনা পঞ্চায়েত ও এলাকা বাসীর অভিযোগ, বিষয়টি এলাকার স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা হয়নি। তাই স্থানীয় পঞ্চায়েত সদস্যদেরও স্থানীয় গ্রামবাসীদের নিয়ে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হতে দেখা গেল এলাকার মানুষজনেদের।
পঞ্চায়েত প্রধান কী বলছেন?
এলাকার পঞ্চায়েতের প্রধান দীননাথ ভট্টাচার্য জানান, এই সরকারি খাসযোগ্য জমিটি দখলমুক্ত হলে পশ্চিমবঙ্গ সরকারের সজলধারা জল প্রকল্প বাস্তবায়িত করা হবে। এই প্রকল্প বাস্তবায়িত রূপ আকার নিলে এলাকাবাসীরা দীর্ঘদিনের জলসঙ্কট উন্মোচনের সুরাহা পাবেন। সরকারি বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যবহার করা যাবে এই সরকারি খাস জমি।
স্থানীয় পঞ্চায়েত ও এলাকাবাসীর অভিযোগ অবিলম্বে সরকারি খাস জমি দখল মুক্ত না হলে পরবর্তী দিনে, বৃহত্তর আন্দোলনের পথে নামবেন তাঁরা। বিষয়টি খতিয়ে দেখা হবে এবং সরকারি জমি দখল হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে স্থানীয় পঞ্চায়েত।
উল্লেখ্য, কিছুদিন আগেই শান্তিনিকেতনে আরেকটি জমি দখলের অভিযোগ ওঠে। শান্তিনিকেতন থানার তালতোড়ে সরকারি খাস জমি দখল করে আবাসন নির্মাণের অভিযোগ তোলা হয়। বোলপুর ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকরা এলাকা পরিদর্শনে যান। তাঁরা গিয়ে তৎক্ষণাৎ নির্মাণ কাজ স্থগিত করে দেন। যদিও, জমিটি দখল করে রাখার কথা কার্যত স্বীকার করে নেন স্থানীয় অভিযুক্ত ঠিকাদার রবীন্দ্রনাথ লাহা।
নিয়মিত নতুন খবরের আপডেট পেতে জয়েন করুন এই সময় ডিজিটাল হোয়াটস্যাপ চ্যানেল। ক্লিক: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A