আজ চতুর্থী। পুজোর আমেজে বাঙালি। তবে উৎসবের আমেজে যাতে কোনওভাবেই সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত না হন, সেই জন্য তৎপর প্রশাসন। জানা গিয়েছে, শুধুমাত্র অষ্টমী বাদ দিলে (২২ অক্টোবর) অন্যান্য দিনগুলিতে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালের আউটডোর খোলা থাকছে। দিনভর খোলা থাকতে চলেছে ইন্ডোর, রক্ত পরীক্ষা বিভাগ এবং এমার্জেন্সি।

কোন কোন নম্বরে যোগাযোগ করতে হবে সাহায্যের জন্য?
ডেঙ্গির বাড়বাড়ন্ত কারও কাছে অজানা নয়। পুজোর সময় যাতে ডেঙ্গিতে কেউ আক্রান্ত হলে ভর্তি বা প্লেটলেট সংক্রান্ত বিষয়ে তাঁদের সমস্যা না হয় সেই জন্য তৎপর প্রশাসন। এক্ষেত্রে সাহায্যের জন্য তিনটি নম্বরে ফোন করা যেতে পারে। এই নম্বরগুলি হল ০৩৩২২৮৬১২১২, ৮৩৩৫৯৮৮৮৮৮ (হোয়াটসঅ্যাপ), ৬২৯২২২৩৪১২৬ (বিধাননগর)।

বেসরকারি হাসপাতালগুলির ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? পুজোর সময় কি আদৌ পাওয়া যাবে পরিষেবা?
পুজোর সময় শহরের একাধিক বেসরকারি হাসপাতাল খুলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিসান হাসপাতালের তরফে জানানো হয়েছে, তারা আউটডোর বিভাগ ২টো পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং এমার্জেন্সি বিভাগ খুলে রাখবে ২৪ ঘণ্টা। আর অ্যাম্বুলান্সের জন্য ৯০৫১৭১৫১৭১ নম্বরে ফোন করা সম্ভব।

পাশাপাশি রুবি হাসপাতালেরও কিছু বিভাগ খোলা থাকবে। এর মধ্যে রয়েছে মেডিসিন, কার্ডিওলজি, অর্থো। এছাড়াও অ্যাম্বুল্যান্সের জন্য ৯৮৩১১৭৯১৭৫ নম্বরে ফোন করতে পারেন সাধারণ মানুষ। পুজোর সময় যদি সাধারণ মানুষের রক্তের দরকার হয় সেক্ষেত্রে সাহায্যের জন্য এগিয়ে এসেছে কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশন। রক্তের প্রয়োজনে ৯৮৩০৪২৪৩৮৫ নম্বরে ফোন করা সম্ভব হবে।

উৎসবের মরশুমে কড়া নজরদারি! চালু হচ্ছে নবান্নের কন্ট্রোল রুম, জানুন নম্বর
এছাড়াও পিপি পোদ্দার হাসপাতালের আউটডোর সপ্তমী পর্যন্ত সবসময় খোলা থাকবে। অষ্টমী থেকে দশমী পর্যন্ত ৮টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বর্হিবিভাগ খোলা থাকবে। এক্ষেত্রে ৮৫৮৫০৩৫৮৪৬ এমার্জেন্সি নম্বরে ফোন করে চাওয়া যাবে সাহায্য। অ্যাম্বুল্যান্সের জন্য ফোন করা যাবে ৯০৫১২৭৭৭৩২ নম্বরে।

প্রসঙ্গত, পুজোর সময় যাতে রাস্তাঘাটে যানজট যাতে তৈরি না হয় সেই জন্য অতিরিক্ত তৎপর পুলিশ প্রশাসন। শহরের বড় পুজোগুলি সংলগ্ন রাস্তায় অতিরিক্ত নজরদারি করা হচ্ছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। বিশেষ বিশেষ ক্ষেত্রে ড্রোনে নজরদারি চালানো হতে পারে বলে সূত্রের খবর। কোনওভাবেই যাতে পথচলতিদের সমস্যার মুখোমুখি হতে না হয়, সেই জন্য তৎপর পুলিশ।

পুজোয় যাবতীয় জরুরি পরিষেবা সংক্রান্ত খবর মিস করতে চান না! অবশ্যই ফলো করুন এই সময় ডিজিটাল-এর হোয়াটসঅ্যাপ চ্যানেল। ক্লিক করুন



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version