মহালয়া থেকে পঞ্চমী, শহরে থেকে জেলার পুজো মণ্ডপগুলির রেকর্ড ভিড়ে সাক্ষী থেকেছে। মণ্ডপে মণ্ডপে উপচে পড়েছে ভিড়। জনসমাগমের ধাক্কা সামাল দিতে পুলিশকে মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে। কলকাতাতেও দর্শনার্থীদের ভিড় ক্রমেই বাড়ছে। ভিড় সামাল দিতে কলকাতা ট্রাফিক পুলিশের তরফে একাধিক পদক্ষেপ করা হয়েছে। কোনও রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। কোথাও আবার অটো বন্ধ করে দেওয়া হয়েছে। এই অবস্থায় দর্শনার্থীদের সুবিধার জন্য বিশেষ ব্যবস্থা চালু করেছে পুলিশ। চালু করা হয়েছে Q Time। পুজো মণ্ডপের দিকে রওনার হওয়ার আগেই দর্শনার্থীরা দেখে নিতে পারবেন কোন মণ্ডপে ঢুকতে কত সময় লাগবে?

কলকাতা পুলিশের Q Time নিয়ে চর্চা

কলকাতা পুলিশের ফেসবুক পেজে চলছে লাইভ স্ট্রিমিং। তা দেখে দর্শনার্থীরা বুঝতে পারবেন কোন মণ্ডপে ঢুকতে কত সময় লাগবে। এই মুহূর্তের আপডেট অনুযায়ী উত্তর ও দক্ষিণ কলকাতার পুজো গুলির মধ্যে সমানে সমানে টক্কর চলছে। এই সময় দেশে সংশ্লিষ্ট পুজো মণ্ডপে ভিড়ের ছবিটাও খানিক আন্দাজ করা যাবে।

Sreebhumi Durga Puja : শ্রীভূমির ডিজনিল্যান্ডে বন্ধ ‘লাইট শো’, পুজো কমিটির সিদ্ধান্তে মন খারাপ দর্শনার্থীদের
এই মুহূর্তে মধ্য কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপে ঢুকতে সব থেকে বেশি সময় লাগছে। মধ্য কলকাতার এই পুজো মণ্ডপে ঢুকতে ১৩ মিনিট করে সময় লাগছে। অন্যদিকে দ্বিতীয় স্থানে রয়েছে চেতলা অগ্রণী। মন্ত্রীর ফিরহাদ হাকিমের পুজোয় ঢুকতে ১১ মিনিট সময় লাগবে। দেশপ্রিয় পার্কের পুজোতে ঢুকতেও সময় লাগছে ১৩ মিনিট। শিবমন্দিরে ঢুকতে সময় লাগছে ১০ মিনিট।


অন্যদিকে আহিরীটোলা সার্বজনীনে ৩ মিনিট, বোসপুকুর তালবাগানে ২ মিনিট, মুদিয়ালি ক্লাবে ২ মিনিট, টালা প্রত্যয়ে ১০ মিনিট, বাবুবাগানে ২ মিনিট, একডালিয়া এভারগ্রিনে ৪ মিনিট, নাকতলা উদয়ন সংঘে ৪ মিনিট, সিংহী পার্কে ৭ মিনিট, ত্রিধারা সম্মিলনীতে ৭ মিনিট।

অন্যদিকে বাগবাজার সার্বজনীনে ৩ মিনিট, কলেজ স্কোয়ারে ৮ মিনিট, কুমোরটলি পার্কে ৭ মিনিট ও সুরুচি সংঘে ঢুকতে ৮ মিনিট সময় লাগবে।

ভিড় নিয়ন্ত্রণে পুলিশের বন্দোবস্ত

কলকাতা ট্রাফিক পুলিশের তরফে আগেই ভিড় নিয়ন্ত্রণে একাধিক বন্দোবস্ত করা হয়েছে। কোনও কোনও রাস্তায় বন্ধ করে দেওয়া হয়েছে অটো, কোথাও আবার যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। কোনও কোনও ক্ষেত্রে আবার যান চলাচলের রুট বদল করা হয়েছে। সপ্তমী, অষ্টমী ও দশীর ভিড় সামাল দেওয়াই কলকাতা পুলিশের কাছে এখন বড় চ্যালেঞ্জ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version