দুর্গাপুজোর ছুটি কাটিয়ে সোমবার থেকেই ফের খুলল সমস্ত সরকারি দফতর। স্বাভাবিক হচ্ছে পঞ্চায়েতের কাজকর্ম। কিন্তু, এদিন সকালে অফিস খুলতে এসেই চক্ষু চড়কগাছ। ফাঁকা অফিস! ভিতরে রীতিমতো তোলপাড় হয়ে গিয়েছে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের সুতাহাটা থানার কুকড়াহাতি অঞ্চলের পঞ্চায়েত অফিসে। দুর্গাপুজোর লম্বা ছুটির সুযোগে এই পঞ্চায়েত অফিসে হাত সাফাই করে গিয়েছে দুষ্কৃতীরা। অন্ততঃ এমনই অভিযোগে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। ইতিমধ্যে ঘটনার খবর পেয়ে তদন্তে নেমেছে সুতাহাটা থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন পঞ্চায়েত অফিস খোলার আগে সকালে দু’জন সাফাই কর্মীকে পাঠানো হয়েছিল। কিন্তু তাঁরা এসে পঞ্চায়েতের দরজার তালা ভাঙা অবস্থায় দেখতে পান। সেই সঙ্গে উঁকিঝুঁকি দিয়ে দেখতে পান পঞ্চায়েতের ভেতরের আসবাবপত্রও তছনছ করে দেওয়া হয়েছে। এরপরেই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্যরা। ছুটে আসেন এলাকার বাসিন্দারাও। পরে খবর দেওয়া হলে ঘটনাস্থলে আসে সুতাহাটা থানার পুলিশ।

চলতি বছরেরই হয়েছে পঞ্চায়েত নির্বাচন। সদ্য সম্পূর্ণ হয়েছে নতুন পঞ্চায়েত কমিটি গঠন। তারপরে পুজোর লম্বা ছুটি। তাতেই এই কাণ্ড। প্রাথমিকভাবে জানা গিয়েছে, পঞ্চায়েত অফিস থেকে একটি ল্যাপটপ চুরি গিয়েছে। সমস্ত আলমারির তালা ভাঙা হয়েছে। টাকাপয়সা কত খোওয়া গিয়েছে তা পঞ্চায়েত সদস্যদের সঙ্গে কথা বলে দেখছে পুলিশ। টাকা পয়সার থেকেও গুরুত্বপূর্ণ নথিপত্র। আলমারি ভেঙে চোরেরা অনেক কিছুই লুঠপাট করেছে। তাতে কোন কোন গুরুত্বপূর্ণ কাগজ হাপিস হয়েছে তা দেখছেন পঞ্চায়েত কর্মীরা। কাগজপত্র ছাড়া আর কী কী চুরি গিয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ।

Hooghly News Today : নবমীর রাতে পাড়ার মণ্ডপে দলেরই সদস্যদের হাতে প্রহৃত, অপমানে আত্মঘাতী TMC-র প্রাক্তন পঞ্চায়েত সদস্য
চলতি মাসের ১৭ তারিখ শেষবার পঞ্চায়েত অফিসের কাজকর্ম হয়েছিল। তারপর ১৮ তারিখ থেকে একটানা ছুটি ছিল পঞ্চায়েতে। আর ৩০ অক্টোবর থেকে পঞ্চায়েতে খোলার কথা ছিল। রাজ্য সরকারি কর্মীদের ছুটির ক্যালেন্ডার অনুযায়ী চতুর্থী থেকে লক্ষ্মীপুজোর পরের দিন পর্যন্ত টানা ছুটি ছিল পঞ্চায়েতেও। এই ছুটির সুযোগ নিয়েই পরিকল্পনা করে দুষ্কৃতীরা পঞ্চায়েতে চুরি করেছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। তবে এর আগে ২০১৯ সালেও এই পঞ্চায়েতেই আরও একবার চুরি হয়েছিল। তবে সেই চুরির কোনও কিনারা হয়নি বলেই খবর।এবারের চুরির ঘটনার সমাধান করে পুলিশ দুষ্কৃতীদের ধরতে পারবে কিনা সেটাই এখন দেখার। তবে এভাবে নয়া পঞ্চায়েত গঠনের পরই অফিসে চুরিতে এলাকায় চাঞ্চল্য। কোনও গুরুত্বপূর্ণ নথি সরিয়ে কোনও দুর্নীতি করা হচ্ছে কিনা তাও দেখার বিষয় বলে মত বিশেষজ্ঞ মহলের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version