মঙ্গলবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। ৩৬ তম জন্মদিনে নেতাকর্মী ও অনুরাগীদের অভ্যর্থনায় ভাসলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ডায়মন্ড হারবারের সাংসদকে শুভেচ্ছা জানাতে এদিন অভিষেকের কালীঘাট রোডের দফতরের সামনে ছিল তৃণমূল কর্মীদের থিকথিকে ভিড়।

হরিশ মুখার্জি রোডে অবস্থিত শান্তিনিকেতনে সপরিবারের থাকেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কিন্তু প্রত্যেক বছর জন্মদিনের এই বিশেষ দিনে কালীঘাটের মোড়ের সামনে অবস্থিত অফিসে নেতা-কর্মী ও অনুগামীদের সঙ্গে দেখা করেন অভিষেক।

সকাল থেকে কালীঘাট মোড়ে জমতে শুরু করে তৃণমূল কর্মী সমর্থকের ভিড়। কারও হাতে ছিল কেক। কেউবা প্রিয় নেতার জন্য নিয়ে এসেছিলেন ফুল-মিষ্টি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভিড়ও। এক সময় নিরাপত্তার দায়িত্বে মোতায়েন থাকা পুলিশকর্মীরা ব্যারিকেড দিয়ে গোটা এলাকা ঘিরে ফেলেন।

Abhishek Banerjee Birthday : অভিষেকের জন্মদিনে বিশেষ যজ্ঞ! মধ্যরাতে বড়মার মন্দিরে রাজ্যের দাপুটে মন্ত্রী
ফ্লোরাল প্রিন্টের ফুলহাতা জামা পরে বিকেলে ছোট্ট ছেলে আয়াংশের হাত ধরে বেরিয়ে আসনে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। অভিষেক বেরিয়ে আসতেই বাঁধ ভাঙে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস। শুরু হয় প্রিয় নেতার নামে স্লোগান। ব্যারিকেডের দিকে এগিয়ে কর্মী সমর্থকের সঙ্গে হাত মেলাতে দেখা যায় তৃণমূল সাংসদকে। কারও কারও আনা কেকও কাটেন তিনি। অনুরাগীদের আবদার মেটাতে কখনও কখনও ক্যামেরার সামনে পোজও দিতে দেখা যায় তাঁকে। কর্মীদের আনা উপহারও গ্রহণ করেছেন তিনি।

তৃণমূল নেতার পোশাকে চমক

সাধারণত পাঞ্জাবি-পাজামা বা এক রঙা ফুলহাতা শার্ট ও জিন্সেই দেখা যায় তৃণমূল নেতাকে। কখনও কখনও পোলো টিশার্টেও দেখা গিয়েছে তাঁকে। কিন্তু জন্মদিনের দিন অভিষেকের পোশাকেও ছিল চমক। এদিন তাঁকে নীল জিন্সের প্যান্টের সঙ্গে নীল রঙের ফ্লোরাল শার্ট পরতে দেখা গিয়েছে।

জেলায় জেলায় জন্মদিন পালন

উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন জেলায় পালন করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। কোথাও পার্টি অফিসে কেক কেটে, কোথাও আবার বড় বড় পোস্টার ব্যানার লাগিয়ে প্রিয় নেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে দেখা গিয়েছে তৃণমূলকর্মী সমর্থকদের। ফেসবুকেও অভিষেকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর হিড়িক পড়ে গিয়েছিল নেতাকর্মীদের মধ্যে।

অন্যদিকে মধ্যরাতেই নৈহাটির বড়মা মন্দিরে অভিষেকের মঙ্গল কামনায় বিশেষ পুজোর আয়োজন করেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। বড়মার মন্দিরে করা হয় বিশেষ ধরনের যজ্ঞও। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের মঙ্গলকামনাও করেন মন্ত্রী পার্থ। সেচমন্ত্রীর সঙ্গে নৈহাটি পুরসভার চেয়ারম্যানসহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরাও ছিলেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version