পিপ্পা ছবিতে নজরুল ইসলামের ‘কারার ঐ লৌহকপাট’ গানে এ আর রহমানের সুর নিয়ে শোরগোল সর্বত্র। সুরকারের সমালোচনায় সরব বিভিন্নমহল। এরইমাঝে এবার প্রতিক্রিয়া দিলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ও। এক্স হ্যান্ডেল পোস্টে সুখেন্দুশেখর রায় লেখেন, ‘হিন্দি ছবি পিপ্পার নির্মাতারা কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্মের স্বত্ব কিনেছেন বলে জানা গিয়েছে। ১৯২১ সালে দেশবন্ধু সি আর দাশ আইন অমান্য করে গ্রেফতার হওয়ার পরপরই নজরুলের লেখা ‘কারার ঐ লৌহকপাট’কে হত্যা করার লাইসেন্স তারা পেয়েছেন? লজ্জা!’

‘অ্যায় মেরে বতন কে লোগো অন্য সুরে করতে পারতেন’
এই প্রসঙ্গে এই সময় ডিজিটালের তরফে সুখেন্দুশেখর রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘স্বাধীনতা আন্দোলনে যে সমস্ত আদর্শ, সাহিত্য, কাব্য, সঙ্গীত আমাদের স্বাধীনতার যোদ্ধাদের উদ্বুদ্ধ করেছিল, সেগুলির ওপর যদি আঘাত আসে, যে কোনও ভারতীয়র তার প্রতিবাদ করা উচিত। পিপ্পা বলে যে হিন্দি ছবিটি হয়েছে, যাঁরা এসব করেছেন, তাঁরা অ্যায় মেরে বতন কে লোগো অন্য সুরে গাওয়াতে পারতেন, মেরে দেশ কি ধরতি অন্য সুরে গাওয়াতে পারতেন, সেটা না করে কারার ঐ লৌহকপাটকে বেছে নেওয়ার কারণ কারণ কী?
নেপথ্যে বাণিজ্যিক কারণ?
এক্ষেত্রে এর নেপথ্যে বাণিজ্যিক কারণ রয়েছে বলেই মনে করেন সুখেন্দুশেখর রায়। তিনি বলেন, ‘এই ছবি তো আমি দেখবো না, যতদূর শুনেছি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে তৈরি হয়েছে এই ছবি। তাই বাংলাদেশের জাতীয় কবি কাজি নজরুল, তাঁর একটা গান যদি ঢুকিয়ে দেওয়া যায়…, তাঁদের টার্গেট হচ্ছে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও দেশের বাইরে যে অগণিত বাঙালি সমাজ আছে, সেই দর্শকদের ধরা।’

সুখেন্দুশেখর এদিন সাফ বলেন, ‘বিদ্রোহী কবি স্বাধীনতা সংগ্রামী নজরুলের কবিতা, যে কবিতা কারাগারের অভ্যন্তরে আমাদের বিপ্লবীরা গাইতেন, আদালতের কাঠগড়ায় গাইতেন, সেই কবিতাকে বিকৃত করার অধিকার ওদেরকে কে দিল?
Karar Oi Louho Kopat A R Rahman : নজরুলগীতির অবমাননা! ‘কারার ওই লৌহ কপাট’ গানের স্বত্বের চুক্তিপত্র প্রকাশের দাবি অনিন্দিতা কাজীর
প্রসঙ্গত, পিপ্পা ছবিতে এর আর রহমানের সুরে নজরুল ইসলামের কারার ঐ লোহকপাট গানটি মুক্তির পরেই সমালোচনায় সরব হয় বিভিন্নমহল। বিশেষত সোশ্যাল মিডিয়ায় এ আর রহমানের বিরুদ্ধে ব্যাপকভাবে প্রতিক্রিয়া দিতে দেখা যায় মানুষকে। এমনকী যাঁরা রহমানের ভক্তি, তাঁদের মধ্যেও একটা বড় অংশ এই কাজকে সমর্থন করেননি। শিল্প জগতেরও অনেকেই এই বিষয়ে মুখ খুলেছেন। আর এবার সরাসরি সোচ্চার হলেন রাজনৈতিক ব্যক্তিত্ব।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version