আগেই জল্পনা তৈরি হয়েছিল। জল্পনা সত্যি হল। আগামী ৬ তারিখ ইন্ডিয়া জোটের বৈঠকে থাকছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি, তাঁকে এই বৈঠক নিয়ে কোনও কিছু জানানো হয়নি বলেই মন্তব্য করেন তিনি। তিন রাজ্যে বিজেপির জয়ের পর ইন্ডিয়া জোটের বাঁধন কী আলগা হচ্ছে, রাজনৈতিক মহলে শুরু আলোচনা।

কী জানালেন মমতা?

রবিবার চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের মাঝেই ৬ তারিখ নিজের বাসভবনে বিরোধী জোটের অর্থাৎ ইন্ডিয়া জোটের সঙ্গীদের নিয়ে বৈঠক ডাকেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। একাধিক জোট সঙ্গীকে তিনি ফোন করেন বলেই খবর। কিন্তু, সেই ফোন কী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আসেনি? সোমবার তাঁর মন্তব্যের পর তৈরি হয়েছে জল্পনা।

বাড়ছে দূরত্ব

প্রসঙ্গত, মধ্যপ্রদেশ সহ রাজস্থান এবং ছত্তিশগড়ে বিজেপির জয়ের পরেই এতে বিজেপির কৃতিত্বের থেকেও কংগ্রেসের ব্যর্থতার দিকেই অঙ্গুলি নির্দেশ করেছে তৃণমূল কংগ্রেস। ফলাফল প্রকাশের পরেই এটাকে সম্পূর্ণ কংগ্রেসের হার বলেই মত প্রকাশ করেছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। সোমবার কার্যত কংগ্রেসকে তুলোধোনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসে দলের ‘ ঐতিহ্য ‘ থাকলেও ভোট লড়ার জন্য ( যেখানে শক্ত প্রতিপক্ষ বিজেপি) ‘স্ট্র্যাটেজি’ নেই বলে জানান মমতা। তাঁর বক্তব্য, দু – একটি আসন ইন্ডিয়া জোটের অন্যান্য শরিককে ছেড়ে দেওয়া যেত। ভোট ‘ভাগাভাগি’ হওয়ার কারণেই বিজেপি কেল্লাফতে করে বেরিয়ে গিয়েছে বলেও জানান তিনি।

কংগ্রেসকে দোষারোপ

মমতা বন্দ্যোাধ্যায়ের আগে দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কংগ্রেসের নাম করে তাঁদের ভুলের ব্যাপারেই ইঙ্গিত করেন। অভিষেক জানান, ভুল শুধরে নেওয়ার জন্য হাতে সময় কম রয়েছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়ার বার্তা দেন তিনি। সেক্ষেত্রে কংগ্রেস কী ঐক্যবদ্ধ হয়ে লড়ার আকাঙ্খা না দেখিয়ে ‘দাদাগিরি’ করতে চাইছে, এরকমই পর্যালোচনা রয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের অন্দরে।

Mamata Banerjee News: কেন্দ্রের টাকা বন্ধ, তাও কেন স্বাস্থ্যকেন্দ্রের রং নীল সাদা? বিধানসভায় ব্যাখ্যা মমতার
উত্তরবঙ্গ সফর

ইন্ডিয়া জোটের বৈঠকে না থেকে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৭ ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের ছেলে আবেশের বিবাহ অনুষ্ঠান রয়েছে কর্শিয়াঙে। সেখানেই উপস্থিত থাকার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এরপর তাঁর বেশ কিছু প্রশাসনিক কর্মসূচিও রয়েছে বলে খবর। আগামী ১২ ডিসেম্বর পাহাড় থেকে কলকাতায় ফিরবেন তিনি। তবে এর মাঝেই কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গের বৈঠকে যে তিনি থাকছেন তা একপ্রকার স্পষ্ট। তবে ইন্ডিয়া জোটের মধ্যে কংগ্রেসের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলবে তৃণমূল, সেটা স্পষ্ট হতে আরও কিছুটা সময় বাকি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version