তথাগত চক্রবর্তী: গড়িয়ায় লিভ ইন পার্টনারকে প্রকাশ্যে ছুরি। সেই ছুরি মারার সিসিটিভি ফুটেজ সামনে আসায় এলাকায় তুমুল চাঞ্চল্য ৷ ঘটনাটি ঘটেছে গড়িয়া স্টেশন এলাকায়। রাজপুর সোনারপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে। ইতিমধ্যেই অভিযুক্ত বাবু হালদারকে গ্রেফতার করেছে পুলিস ৷
নির্যাতিতার বক্তব্য, তাঁর স্বামী তাঁকে ছেড়ে চলে যায়। এরপর স্বামীরই বন্ধু সোনারপুরের সুভাসগ্রামের বাসিন্দা বাবু হালদারের সঙ্গে তাঁর সম্পর্ক তৈরি হয় ৷ এমনকি বাবু, তাঁর স্ত্রী ও তিনি- তাঁরা একসঙ্গে এক বাড়িতেই থাকতেন ৷ পরবর্তীকালে তাঁর জন্য আলাদা বাড়ির ব্যবস্থা করেন বাবু ৷ তবে একইসঙ্গে বাবু আরও একাধিক মহিলার সঙ্গেও সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। তারই প্রতিবাদ করেন তিনি ৷ তিনি সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান। আর সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইলে-ই তাঁর উপর হামলা চালানো হয় ৷ এমনই অভিযোগ৷
অভিযোগ, ভাড়া বাড়ির ঘরের চাবি দেওয়ার নাম করে তাঁকে ডেকে পাঠায় বাবু। তারপর প্রকাশ্যে ছুরি দিয়ে তাঁকে এলোপাতাড়ি আঘাত করে। কোনওরকমে পালিয়ে বাঁচেন তিনি ৷ ছুরি হামলায় গুরুতর জখম হন তিনি। পরে পুলিস তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ৷ ঘটনার পর থেকেই বাবু পলাতক। যদিও এরমধ্যেও মাঝেমধ্যেই তাঁকে হুমকি দিতে থাকে বাবু ৷ বিষয়টি থানায় জানান নির্যাতিতা ৷ অবশেষে মোবাইল ফোনের সূত্র ধরে অভিযুক্ত বাবু হালদারকে গ্রেফতার করা হয় ৷ নরেন্দ্রপুর থানা এলাকার দাসপাড়া থেকে তাকে গ্রেফতার করে পুলিস ৷
আরও পড়ুন, Kolkata Ocean World: কলকাতায় প্রথমবার জলজ থিম পার্ক, ক্রিসমাসের ছুটিতে শহরেই সমুদ্র-সফর
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)