২১ তারিখেই মুক্তি পেয়েছে মিঠুন-আবির-সোহিনী-অনুমেঘার ছবি কাবুলিওয়ালা। সুমন ঘোষের এই ছবি যেন নস্টালজিয়ায় ডুব। আর প্রিয় মিঠুনদার ছবি মুক্তি পাচ্ছে সেখানে ঋতুপর্ণা উপস্থিত থাকবেন না? আবার সুমন ঘোষও তাঁর বড় প্রিয় পরিচালক। কাবুলিওয়ালার প্রিমিয়ারে এসে যা বললেন ঋতুপর্ণা সেনগুপ্ত। দেখুন সেই ভিডিয়ো। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউড সুপারস্টার ঋতুপর্ণা সেনগুপ্তের পাশাপাশি প্রবীণ মমতা শঙ্কর, অভিনেতা আবির চ্যাটার্জী, ইশা সাহা, ঐন্দ্রিলা সেন, দিতিপ্রিয়া রায়, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেক সেলিব্রিটি। এই সিনেমার গল্পে রয়েছে, রহমত তার বৃদ্ধ মা এবং সন্তানের জন্য অর্থ উপার্জন করতে কলকাতায় আসে এবং মিনির সাথে দেখা করে, যে শিশু তাকে তার নিজের মেয়ের কথা মনে করিয়ে দেয়। বিনোদন, দেশ, বিদেশ, রাজ্য রাজনীতি নিয়ে সমস্ত প্রকার খবরে আপডেটেড থাকতে আপনাদের চোখ রাখতে হবে এই সময় ডিজিটালে। Watch The Bengali Video.