এক স্কুল পড়ুয়ার মৃত্যুকে কেন্দ্র করে মালদা জেলার ইংরেজ বাজারে। স্থানীয় এক ব্যবসায়ী কন্যার হত্যাকাণ্ডকে করে রণক্ষেত্র এলাকা। ধড়হীন এক মুণ্ড উদ্ধার করা হয় স্থানীয় একটি গুদাম থেকে। বুধবার রাতেই তাঁর মুণ্ডহীন দেহ উদ্ধার করা হয়েছিল। সোমবার থেকে পঞ্চম শ্রেণির ছাত্রী নিখোঁজ ছিল বলে জানতে পেরে গিয়েছে। ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালায় স্থানীয় ক্ষুব্ধ বাসিন্দারা।

স্থানীয় সূত্রে খবর, মালদা জেলার ইংরেজ বাজার থানা এলাকায় পঞ্চম শ্রেণিতে পাঠরত ছিল ওই ছাত্রী। সোমবার বাড়ির সামনে থেকে নিখোঁজ নিয়ে হয়ে ওই ছাত্রী। গত তিন দিন ধরে ওই ছাত্রীর কোনও খোঁজ পায়া যায়নি। ইংরেজ বাজার থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবারের লোকজন। তবে সন্ধান চালিয়েও কোনও খোঁজ পাওয়া যায়নি ওই ছাত্রীর।

এরপর বৃহস্পতিবার ইংরেজ বাজার থেকে কয়েক কিমি সূত্রে স্থানীয় একটি ঝোঁপ থেকে ওই ছাত্রীর ধড়হীন মুণ্ড খুঁজে পাওয়া যায়। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন। স্থানীয় একটি গুদাম ঘরের চালে মিলেছে মেয়েটির ধড়হীন মুণ্ড দেহ দেখতে পান স্থানীয়রা। সিসিটিভি ফুটেজ দেখে এক যুবককে গ্রেফতার করা হয়েছিল, সে জিজ্ঞাসাবাদের সময় খুনের ঘটনার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।

এই ঘটনায় ওই নাবালিকার পাশের বাড়ির এক যুবককে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সোনু কেশরী নামে এক যুবককে গ্রেফতার করেছে ইংরেজ বাজার থানার পুলিশ। নবালিকা খুনের অভিযোগে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি জানাজানি হতেই ওই যুবকের বাড়িতে হামলা চালায় স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালানো হয়। বাড়িতে অগ্নি সংযোগ করা হয়।

Malda News : বামনগোলায় ২ মহিলাকে বিবস্ত্র করে মারধরের ঘটনায় ক্ষতিপূরণের নির্দেশ, ৬ লাখ দিতে হবে রাজ্যকে
এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার প্রদীপ কুমার রায় জানান, একটি ছেলেকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে। ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনা কী ভাবে ঘটেছে সে ব্যাপারে তদন্ত করে দেখা হচ্ছে। নিখোঁজ ডায়েরি করার পরেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। তবে ওই যুবক নাবালিকা কেন হত্যা করেছে, স্পষ্ট করে কিছু জানানো হয়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version