কর্মসংস্থান নিয়ে বড় ঘোষণা অর্থমন্ত্রীর
এদিন বাজেটে কর্মসংস্থান নিয়ে একাধিক উল্লেখযোগ্য বার্তা দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন তিনি বলেন, ‘সিভিক, গ্রিন ও ভিলেজ পুলিশরা এবার থেকে ১০০০ টাকা করে বেশি ভাতা পাবেন। রাজ্য পুলিশে তাঁদের যুক্ত হওয়ার কোটাও বৃদ্ধি করা হয়েছে। আগে তা ১০ শতাংশ ছিল। এখন তা ২০ শতাংশ করা হয়েছে। এই খাতে চলতি অর্থবর্ষে ১৮০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি অবসরকালীন দুই থেকে তিন লাখ টাকা যাঁরা পেতেন তাঁরা পাঁচ লাখ টাকা পাবেন। এই জন্য ১০০ কোটি বরাদ্দ করা হয়েছে।
লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উল্লেখযোগ্য ঘোষণাগুলির মধ্যে অন্যতম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এতদিন পর্যন্ত এই প্রকল্পের আওতায় জেনারেল কাস্টের মহিলারা পেতেন ৫০০ টাকা এবং তফশিলি জাতি উপজাতির মহিলারা পেতেন ১০০০ টাকা। এবার সেই বরাদ্দ বৃদ্ধি করার কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, ‘অনেকেই এই বৈষম্যে প্রসঙ্গ টেনে আনেন। এবার এই টাকা প্রায় এক করে দেওয়া হল। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবার জেনারেল মহিলারা পাবেন ১০০০ টাকা এবং তফশিলি মহিলারা পাবেন ১২০০ টাকা।’ মমতা বন্দ্য়োপাধ্যায় এদিন বলেন, ‘এটা মানুষের জন্য বাজেট। মানুষ খুশি হবেন বলে আমি মনে করছি।’
DA বৃদ্ধির ঘোষণা
গত বাজেটে ৩ শতাংশ DA-র কথা ঘোষণা করা হয়েছিল। স্বাভাবিকভাবেই সরকারি কর্মীদের প্রত্যাশা বাড়ছিল। এই বছর বাজেটেও যে বড় কোনও ঘোষণা থাকবে বলে আশা করা হচ্ছিল। এদিন চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘রাজ্য সরকারি কর্মীদের জন্য চার শতাংশ DA ঘোষণা করা হয়েছে।’
DA নিয়ে এই ঘোষণার পরই রাজ্য সরকারি কর্মীদের তরফে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। সরকারি কর্মচারি পরিষদের তরফে জানানো হয়েছে তাঁরা আইনি লড়াই চালিয়ে যাবেন। তবে এই ঘোষণায় খুশি সরকারি কর্মীদের একাংশ। এদিন বাজেট চলাকালীন রীতিমতো হট্টোগোল হয়। হস্তক্ষেপ করেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। স্পিকারও বারংবার শুভেন্দু অধিকারীকে সতর্ক করেন।