এই সময়, বর্ধমান: সরকারি নির্দেশ উপেক্ষা করে প্রাইভেট টিউশন করার অভিযোগে পূর্ব বর্ধমানের ৯১ জন শিক্ষককে চিঠি পাঠাল জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিস। রাজ্য শিক্ষা দপ্তরের নির্দেশে এই চিঠি বলে জানা গিয়েছে। স্কুলগুলোর প্রধান শিক্ষকদের কাছে মেলে শিক্ষা দপ্তরের মেমো নম্বর উল্লেখ করে পাঠানো ওই চিঠিতে জানানো হয়েছে, সংশ্লিষ্ট শিক্ষককে নিয়োগপত্রের ফটোকপি নিয়ে জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে দেখা করতে হবে।এই চিঠির কথা জানাজানি হতেই শিক্ষক মহলে শোরগোল পড়ে। জেলা বিদ্যালয় পরিদর্শক শ্রীধর প্রামাণিক বলেন, ‘সরকারি নিয়ম না মেনে প্রাইভেট টিউশন পড়ানো শিক্ষকদের কাছে নোটিস পাঠিয়েছি। নির্দিষ্ট তারিখ ও সময়ে তাঁদের আসতে বলা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষক তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে জানাবেন। আমরা তা লিপিবদ্ধ করে শিক্ষা দপ্তরের কাছে পাঠিয়ে দেবো। বাকি সিদ্ধান্ত রাজ্য শিক্ষা দপ্তর নেবে।’

শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, প্রাইভেট টিউশন যাদের জীবিকা সেই তরুণ-তরুণীদের সংগঠন বহু দিন ধরে বলে আসছে, স্কুল শিক্ষকরা টিউশন পড়িয়ে তাঁদের ভাতে মারছেন। এর বিরুদ্ধে আন্দোলনও চালাচ্ছেন ওই তরুণ-তরুণীরা। এই নিয়ে তাঁরা হাইকোর্টে মামলাও করেন। জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিস থেকে চিঠি পেয়েছেন তালিত গৌরেশ্বর হাই স্কুলের রসায়নের শিক্ষক সজল দে।

West Bengal Teachers Recruitment Scam : ২০১৬-র SSC চাকরিপ্রার্থীদের তথ্য সংগ্রহ শুরু, প্রধান শিক্ষকদের বিশেষ ফর্ম পূরণের নির্দেশ

তিনি বলেন, ‘আমি আগে টিউশন পড়াতাম। সেই সময়ে কেউ অভিযোগ করে থাকতে পারে। এখন আর টিউশন পড়াই না। আমি সেটাই জানাব।’ কৃষ্ণপুর হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক সামসুদ্দোহা বলেন, ‘বছর পাঁচেক আগেও ইংরেজি পড়াতাম। যখন এঁরা আন্দোলন শুরু করেন তখন আমরা পড়ানো বন্ধ করে দিই। কিন্তু কেন অভিযোগ করেছেন জানি না। ২ মে আমাকে দেখা করতে বলা হয়েছে। গিয়ে আমার কথা জানাব। তার পরে যা হবে সেটা করব।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version