মুম্বইয়ের পারদ বরাবরই তারকাদের দৌলতে একটু হাই থাকেই তারকাদের হটনেসের দৌলতে। তবে এই মুহূর্তে সূর্যের ওভার এনার্জিতে নাজেহাল অবস্থা। তাই এই সময়টায় বিদেশের ফুরফুরে আবহাওয়াতেই কাটাতে পছন্দ করেন তারকারা। এদিন মুম্বই এয়ারপোর্টে ভাই-বোনের একসঙ্গে দেখা মিলল। সুহানা অ্য়াজ ইউশুয়াল মিষ্টি হাসিতে মন জিতে নিলেন। তবে আরিয়ান ধার ধারেন না কারও (Suhana Khan airport look)। মগ্ন থাকেন নিজের দুনিয়াতেই। তবে ওই দর্শকের কাছে তাঁরা দু’জনই বরাবর একটু বেশি স্পেশাল! কেন? সিম্পল, তাঁরা কিং খানের ছেলে মেয়ে বলেই! যাঁরা সুহানাকে শাহরুখের সঙ্গে এক স্ক্রিনে দেখতে চান, তাঁদের অপেক্ষা শেষ হল বলে। মনে আছে তো আমরাই জানিয়েছিলাম যে খুব তাড়াতাড়ি বড় পর্দায় বাবা-মেয়ের ছবি আসতে চলেছে? আসুন দেখে নিন এই ভিডিয়ো। Watch The Bengali Video.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version