গ্যাংটক বেড়াতে গিয়ে হেনস্থার শিকার পর্যটকরা। শিলিগুড়ি ফেরার পথে এক গাড়ি চালকের অভব্য আচরণের সাক্ষী থাকলেন তাঁরা। রাস্তায় পর্যটকদের গালিগালাজ করে ওই গাড়ি চালক বলে অভিযোগ পর্যটকদের। শিলিগুড়ি নেমে বিষয়টি নিয়ে পুলিশকে অভিযোগ জানান তাঁরা। অভিযুক্ত গাড়ির চালককে আটক করা হয়েছে।জানা গিয়েছে, গরমের মধ্যে গাড়িতে এসি চালানোর কথা বলেছিলেন পর্যটকেরা। এতেই ক্ষোভে পর্যটকদের পালটা গালিগালাজের অভিযোগ ওঠে ওই গাড়ি চালকের বিরুদ্ধে। ঘটনার পর পুলিশকে জানাতেই গাড়ি চালককে আটক করা হয়েছে। পর্যটকদের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে শিলিগুড়ি ভক্তিনগর থানার পুলিশ।

গত ২২ মে কলকাতা থেকে কয়েকজন যুবক-যুবতী সিকিম ঘুরতে এসেছিলেন। মঙ্গলবার তাঁরা গ্যাংটক থেকে শিলিগুড়িতে নামছিলেন। গ্যাংটক থেকে তাঁরা একটি গাড়ি ভাড়া করেন। গাড়িতে মহিলা যাত্রীদের সামনেই চালক গালিগালাজ করতে শুরু করে দেন বলে অভিযোগ। অভিযোগকারী পর্যটকেরা জানান, সিকিম থেকে গাড়ি ভাড়া করা হয়। চালক বেশি গতিতে গাড়ি চালাচ্ছিলেন। সেসময় চালককে ধীরে গাড়ি চালাতে বলা হলেও তিনি পালটা বিবাদ শুরু করে। রংপোর কাছে সেই ঘটনাটি ঘটে।

এরপরই গাড়ি বেঙ্গল সাফারির কাছে এলে পর্যটকেরা গাড়িতে এসি চালাতে বলেন। অভিযোগ, সেসময় চালক গালিগালাজ কর‍তে শুরু করেন। গাড়িতে এসি চালানো যাবে না বলে জানান। ঘটনার পর ১০০ ডায়ালে ফোন করে পর্যটকেরা ভক্তিনগর থানাতে বিষয়টি জানান। এরপর শিলিগুড়ি পৌঁছতেই পুলিশ গাড়ি চালককে আটক করে। গাড়িটিও থানা নিয়ে আসা হয়।।

পর্যটকেরা জানান, এর আগেও বহুবার এখানে ঘুর‍তে আসা হয়েছে। কিন্তু এই ধরনের অভিজ্ঞতা হয়নি। প্রথম থেকেই চালকের ব্যবহার খারাপ ছিল। গাড়িতে মহিলাদের সামনেই গালিগালাজ করেন। এরপরেই বিষয়টি অস্বস্তিজনক হয়ে ওঠে। পর্যটকদের সঙ্গে এরকম ব্যবহার কিছুতেই মেনে নিতে পারেননি তাঁরা। সেই কারণেই পুলিশের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ জানানো হয়েছে।

দার্জিলিঙে থিকথিকে ভিড়! হোটেল পেতে নাজেহাল পর্যটকরা, জনস্রোত সিকিমেও
এমনিতেই, মে মাসের শেষ তিন সপ্তাহে দার্জিলিং থেকে শুরু করে গ্যাংটক থিকথিক করছে পর্যটকদের ভিড়। হোটেল-গাড়ি পেতে গিয়ে ঝক্কি পোয়াতে হচ্ছে পর্যটকদের। রেকর্ড সংখ্যক পর্যটক গত কয়েক সপ্তাহে গিয়েছে সিকিম বেড়াতে। পর্যটকদের চাপ বাড়ার কারণে অনেক জায়গাতেই গাড়ি ভাড়া বেশি নেওয়া হচ্ছে বলেও অভিযোগ পর্যটকদের। তার মধ্যে এক গাড়ি চালকের এই ব্যবহারে অসস্তুষ্ট পর্যটকরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version