বাংলা সিনেমার সুপারস্টার জিৎ গত বছর শেষ সিনেমা এনেছিলেন মানুষ যা মুক্তি পেয়েছিল নভেম্বর মাসে। এই সিনেমার পর আবারও দর্শকের জন্য বড় পর্দায় সিনেমা নিয়ে আসতে চলেছেন বুমেরাং সিনেমা। একেবারে কমেডি মোড়কে তৈরি এই সিনেমায় বাংলায় প্রথমবার রোবট বিষয়বস্তু নিয়ে কাজ করা হয়েছে (Jeetz Filmworks)। সৌভিক কুণ্ডু পরিচালিত বুমেরাং সিনেমায় প্রথমবার জিৎ ও রুক্মিণী মৈত্রকে একসাথে অভিনয় করতে দেখা যাবে। বাংলায় এমন ছবি আগে কেউ দেখেননি। রোবট নিয়ে সিনেমা করার সাহস দেখিয়েছেন প্রযোজক তথা অভিনেতা জিৎ। ৭ জুন বড় পর্দায় মুক্তি পেয়েছে দুই তারকার এই সিনেমা। তার আগেই এই সময় ডিজিটালের সঙ্গে জমল আড্ডা। সিনেমার শ্যুটিং থেকে সিনেমার বিষয়বস্তু নিয়ে খোলামেলা আলোচনা করলেন জিৎ ও রুক্মিণী। রুক্মিণী শোনালেন জিতের অদ্ভূত ইচ্ছার কথা। কী বললেন? আসুন দেখে নেওয়া যাক এই এক্সক্লুসিভ ভিডিয়ো।