অবশেষে সবার মুখ বন্ধ করে জাহির ইকবালের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন সোনাক্ষী সিনহা। বলিউডি জাঁকজমক ছিল না সেই বিয়েতে। বরং নিকট আত্মীয়, মা-বাবা, বন্ধুবান্ধবদের উপস্থিতিতেই সেরেছেন সেই বিয়ে। রাতে অবশ্য বলিউডের বন্ধুবান্ধবদের জন্যে ছিল এলাহি পার্টির আয়োজন। তবে সোনাক্ষী সিনহার সাজে ছিল না কোনও এক্সট্রা টাচ। সিঁথি রাঙানো সিঁদুরে আর পরনে সাদামাঠা বেনারসি শাড়ি। আর ট্যুইস্ট এখানেই। কোনও নামী ডিজাইনার নন। তাঁর সমসাময়িক নায়িকারা যেখানে বিয়ে-রিসেপশনের জন্যে কখনও বেছে নিয়েছেন সব্যসাচী মুখোপাধ্যায়, মনীষ মলহোত্রা, আবু জানি-সন্দীপ খোসলার মতো ডিজাইনারের পোশাক, সেখানে সোনাক্ষী হেঁটেছেন এক্কেবারে অন্য পথ! তিনি একটি হাই ফ্যাশন রিটেল ব্র্যান্ডের থেকেই কিনেছেন বিয়ের এই বেনারসি। আর জানলে অবাক হবেন, এই শাড়ির দাম ১ লাখের নীচে! হ্যাঁ, ঠিকই শুনছেন।