তথাগত চক্রবর্তী: সম্পত্তির কারণে বাবা ও মাকে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ ৷ অভিযোগ পুত্র ও পুত্রবধূর বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার খেয়াদহের উচ্ছেপোতায় ৷ ঘটনায় আক্রান্ত বৃদ্ধ পিতা ও মাতা নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস ৷ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে নরেন্দ্রপুর থানার পুলিস সূত্রে জানা গিয়েছে ৷ 

খেয়াদহের উচ্ছেপোতার বাসিন্দা দুলাল সিংহ ও শান্তি সিংহ ৷ সম্পতির প্রায় সবটাই ছেলেদের লিখে দিলেও বসতবাড়ি এখনও নিজেদের নামেই রেখেছেন ৷ সেই বসতবাড়িও যাতে লিখে দেওয়া হয় তারজন্য বাবা ও মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করার অভিযোগ মেজ ছেলে লখাই সিং ও তার স্ত্রী মেনকা সিং-এর বিরুদ্ধে ৷ এদিকে বার্ধক্যজনিত নানান অসুখে আক্রান্ত দুলাল সিং ৷ এই অবস্থায় তার সঙ্গে অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ ৷

আরও পড়ুন, Tarakeshwar: মায়ের কাকুতিকেও উপেক্ষা, মিথ্যে চোর অপবাদে গণপিটুনি! তারকেশ্বরেও যুবকের মৃত্যু…

এমনকি প্রতিবেশী এক পরিবারকে ডেকে নিয়ে এসেও বাবা ও মায়ের উপর নির্যাতন করার অভিযোগ ছেলে ও বউমার বিরুদ্ধে ৷ এই ঘটনায় পুলিসের কাছে অভিযোগ জানিয়ে ছেলে ও বউমার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা ৷ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস৷ 

আরও পড়ুন, Galsi: মাকে ‘সুস্থ’ করতে গিয়ে তান্ত্রিকের সঙ্গে সমপ্রেম! জমিতে মিলল যুবকের উলঙ্গ দেহ…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version