Skip to content
বর্ষার আগমনে জেলায় জেলায় বৃষ্টি দেখা যাচ্ছে। উত্তর-দক্ষিণ দুই বঙ্গেই ভারী বৃষ্টির পূর্বাভাস? কী বলছে আবহাওয়া দফতর? উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস জানাল হাওয়া অফিস। ৩ থেকে ৬ জুলাই পশ্চিমবঙ্গের সব জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস জানাল আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি। দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি। পুরুলিয়া, বাঁকুড়া এবং দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি। শুক্রবার উত্তরের সব জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে, কালিম্পং এবং কোচবিহারে কমলা সতর্কতা দিল আবহাওয়া দফতর। আসুন দেখে নিন সেই ভিডিয়ো।
Source link