১৪ ঘণ্টার শিফট নিয়ে বিতর্কে উত্তাল কর্ণাটক। কলকাতার আইটি কর্মীরাও ১৪ ঘণ্টা কাজের ফিরিস্তি শুনে রীতিমতো শঙ্কিত। সংস্থার নির্দেশে এই দীর্ঘ সময় কাজ করতে হলেও তা দীর্ঘদিন টানা কোনওভাবেই সম্ভব নয় বলে একবাক্যে স্বীকার করছেন সেক্টর ৫-এর কর্মীরা (IT Sector Duty Hours)। এর ফলে ব্যাপক সঙ্কট তৈরি হবে আইটি সেক্টরে। চাপের মুখে নতি স্বীকার করে চাকরি ছাড়ার প্রবণতা বাড়বে। শরীরের সঙ্গে কর্মীদের মানসিক সুস্থতা নিয়েও উদ্বেগ। ১৪ ঘণ্টার শিফট নিয়ে অসম্মত IT কর্মীদের সিংহভাগ। কর্মীদের দাবি, ব্যক্তিগত জীবনেও তৈরি হবে সঙ্কট। তথ্যপ্রযুক্তি কর্মী সৌরভ বিষ্ণোই, ফারাজ আলম, রাজ দেব সহ আরও অনেকের সাথে কথা বলে আমরা তাঁদে রি বিষয়ে প্রতিক্রিয়া জানলাম। আসুন দেখে নিন এই ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version