আন্দোলনের আঁচে মাসখানেক ধরেই ফুটছে পদ্মাপার। কাঁটাতার পেরিয়ে সে উত্তাপ এপারকে এতদিন না ছুঁলেও এবার আর তার থেকে দূরে থাকা যাচ্ছে না। ওপার বাংলার অশান্তিতে উদ্বেগে এপারও। বাংলাদেশে সরকার পতনের পর কী হবে ভবিষ্যৎ? পড়শি দেশের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক থেকে ভারতের আর্থ-সামাজিক অবস্থানে কী প্রভাব পড়বে সেই নিয়ে প্রবল চর্চায় আমজনতাও। বিস্তারিত ব্যাখায় বর্তমান পরিস্থিতির বাস্তব চিত্র বুঝিয়ে দিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ওম প্রকাশ মিশ্র।