রায়গঞ্জের কৃষ্ণা সেনগুপ্ত ছাত্র জীবন থেকেই সিপিএম-এর সঙ্গে যুক্ত। সেই সূত্রেই বহুবার সদ্য প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে সামনে থেকে দেখেছেন তিনি। শুধু তাই নয় বুদ্ধদেব ভট্টাচার্যের স্নেহেরও পাত্রী ছিলেন কৃষ্ণাদেবী। খাবারের আবদার তেমন ছিল না, তবে নেশা ছিল চায়ের, এমনটাই জানান তিনি (Buddhadeb Bhattacharjee Last Rites)। একবার রায়গঞ্জে এসে ঠাট্টা করে বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন ‘রায়গঞ্জের লোকজন কি চা খাওয়া ছেড়ে দিলো নাকি!’ বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই মনে পড়ে যাচ্ছে পুরনো সব কথা, বুদ্ধদা-র স্মৃতিচারণায় কৃষ্ণা সেনগুপ্ত। বিস্তারিত জানুন এই ভিডিয়োতে।