৮ অগস্ট বৃহস্পতিবার প্রয়াত হন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর প্রয়াণে শোকের ছায়া বঙ্গ রাজনীতিতে। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করলেন বর্ষীয়ান রাজনৈতিক নেতা রেজ্জাক মোল্লা। দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী তিনি (Buddhadeb Bhattacharjee Demise)। তিনি বলেন যে ‘কষ্ট হচ্ছে, একসঙ্গে এতদিন ধরে কাজ করেছি’। প্রসঙ্গত, ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত টানা ১১ বছর বাংলার মুখ্যমন্ত্রীর পদ সামলেছেন বুদ্ধদেব ভট্টাচার্য (Abdur Razzak Molla)। দীর্ঘদিন ধরেই গুরুতর শ্বাসকষ্টজনিত সমস্যা (সিওপিডি)-তে ভুগছিলেন তিনি। সূত্রের খবর, এদিন সকালে ব্রেকফাস্ট করার পর আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তিনি চিরনিদ্রায় গমন করেন। বিস্তারিত জানুন এই ভিডিয়োতে।