পদ্মার ইলিশ কি পাতে পড়বে বাঙালির? দুর্গাপুজোর আগে মন আনচান অনেকেরই। গত কয়েক বছর ধরেই পুজোর সময়ে শেখ হাসিনা প্রশাসন বাংলাকে ইলিশ ‘উপহার’ দিয়েছে। কিন্তু, বদলে গিয়েছে বাংলাদেশের প্রেক্ষাপট। মসনদচ্যুত হয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশের অন্তর্বর্তিকালীন সরকারের মৎস্য এবং প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার স্পষ্ট করে জানিয়েছেন, আগে বাংলাদেশের মানুষ ইলিশ পাবে। এরপরেই রপ্তানি হবে দেশের বাইরে। সেক্ষেত্রে আদৌ কি এই বছর পুজোয় বাংলাদেশ থেকে ইলিশ এপার বাংলায় আসবে?বিশ্বের প্রায় ৭৫ ভাগ ইলিশ সরবরাহ হয় বাংলাদেশ থেকে। প্রতি বছর পাঁচ লাখ মেট্রিকটনের বেশি ইলিশ ওপার বাংলায় উৎপাদিত হয়ে থাকে। পদ্মার ইলিশের স্বাদ পেতে মুখিয়ে থাকেন এপার বাংলার মানুষজনও। গত বছর পুজোর আগে প্রায় আড়াই হাজার মেট্রিকটন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিলেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কিন্তু, সম্প্রতি বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। আপাতত তিনি বাংলাদেশ ছেড়ে রয়েছেন ভারতেই। ফলে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্যিক নীতি কী হয়! সেই দিকে সব নজর। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে. পদ্মার ইলিশ আদৌ পুজোর সময়ে মিলবে তো? পেট্রাপোল ক্লিয়ারিং ও ফরওয়ার্ডিং-এর সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, ‘ইলিশ নিয়ে কোনও খবর নেই। দুই দেশের মধ্যে সম্পর্ক আগে স্বাভাবিক হোক। তারপরেই বোঝা যাবে যে ইলিশ নিয়ে ঠিক কী সিদ্ধান্ত নেওয়া হবে!’

ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ বলেন, ‘২০১২ সালে ইলিশ রপ্তানির উপর বাংলাদেশ নিষেধাজ্ঞা জারি করেছিল। তারপর আমরা অনেক জায়গায় আবেদন করি। কিন্তু, কিছু হয়নি। গত ছয় বছর ধরে আমরা পুজোর জন্য উপহার পাই ইলিশ। এই রীতিটা চালু হয়েছিল। প্রত্যেক বছর আমরা বাংলাদেশ সরকারকে ইলিশ দেওয়ার অনুরোধ করে চিঠি দিই। কিন্তু, এবার চিঠি দেওয়ার আগেই বাংলাদেশে ক্ষমতা বদল হয়েছে। বাংলাদেশে যে সরকার গঠন হবে তাদের চিঠি লিখে ইলিশ দেওয়ার জন্য আবেদন জানাব সংগঠনের পক্ষ থেকে। বিষয়টি ভারত সরকারকেও জানানো হবে।’ অর্থাৎ দুর্গাপুজোয় আদৌ ইলিশ মিলবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তা কিছুতেই কাটছে না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version