জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুক্রবার ভোরে সড়ক দুর্ঘটনায় প্রয়াত পরীমনির প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪২ বছর। জানা যায় যে শুক্রবার, ২২ নভেম্বর ভোরে ঢাকা-ভাঙ্গা হাইওয়ের শিবচরের পাচ্চর এলাকায় একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। আহত অবস্থায় স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই ইসমাইলকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। তাঁর প্রথম স্বামীর মৃত্যুর খবর নিয়ে তামাশা চলছে বলে দাবি করেন পরী। 

আরও পড়ুন- Shakib Khan-Nusrat Jahan: মিমির পর নুসরতের সঙ্গে ডান্সফ্লোরে শাকিব!

অবশেষে রবিবার এই বিষয়ে মুখ খোলেন পরীমণি। নায়িকা বলেন, ‘কারও মৃত্যু তো হাসি-তামাশার বিষয় নয়। ইসমাইলের মৃত্যু নিয়ে যে যেভাবে পারছেন, খবর প্রকাশ করেছেন। উৎসব উৎসব ভাব মনে হচ্ছে। এটা সত্যিই কষ্টদায়ক। এমনটা মোটেও আশা করিনি।’

তিনি আরও বলেন, “এবার বাড়িতে আসার পরই আমার মা (মাসিকে মা বলে ডাকেন পরীমনি) বললেন, ও (ইসমাইল) তো বাইক অ্যাক্সিডেন্ট করছে।’ আমি বললাম, ‘কী!’ পরে বললেন, ‘ও তো মারা গেছে!’ এলাম নানুভাইয়ের মৃত্যুবার্ষিকীতে, এসে শুনি ইসমাইলের মৃত্যুর খবর! এটা মেনে নেওয়া যে কতটা কষ্টের, বলে বোঝাতে পারব না।’’

আরও পড়ুন- Salary Hike: অষ্টম পে কমিশনে বাড়বে ১৮৬ শতাংশ! সরকারি কর্মীরা ন্যূনতম বেতন পাবেন ৫০ হাজার?

নায়িকা আরও বলেন, ‘এ জীবনে একমাত্র নানুভাইয়ের মরা মুখটাই শুধু দেখতে পেরেছি। আর কারোটা দেখা সম্ভব হয়নি। ইসমাইলেরও দেখা সম্ভব হয়নি। কবর জিয়ারত করেছি। সেই কবরস্থানে পাশাপাশি আমাদের পরিবারেরই অনেকগুলো কবর। সবচেয়ে নতুন কবর, ইসমাইলের। ওর বাবাসহ আমরা কবর জিয়ারতে গেছি। সবকিছু ছাপিয়ে সে তো আমার আত্মীয়। তাই তার সঙ্গে আমার সম্পর্কও তো সব সময়ের।’

জানা গেছে, ২০১২ সালের ২৮ এপ্রিল শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণির সঙ্গে বিয়ে হয়েছিল ইসমাইলের। কিন্তু সেই বিয়ে টেকেনি। তাঁদের বিবাহ বিচ্ছেদের পরে ইসমাইল আবারও বিয়ে করেছিলেন। সেই পক্ষে তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version