প্রসেজিত্‍ সর্দার: ভয় দেখিয়ে চমকে ধমকে তৃণমূল যোগদান করাচ্ছে আইএসএফ সমর্থকদের। এমনই বিস্ফোরক মন্তব্য ভাঙ্গড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর।

 ২০২৬ এর বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই তৃণমূলের তরফ থেকে বিভিন্ন কর্মসূচিতে আইএসএফের কর্মী সমর্থকরা যোগ দিচ্ছে। প্রকাশ্য মঞ্চ থেকে এমনই দাবি করেন শওকত মোল্লা। এ বিষয়ে ভাঙ্গড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন, ‘শওকত মোল্লা নিজেই আইএসএফ নেতাদেরকে ফোন করছে। তাদের দলে যোগদান করার জন্য, ভয় দেখিয়ে চমকে ধমকে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে এইভাবে আইএসএফ থেকে তাদেরকে যোগদান করার জন্য বারবার বলছে আইএসএফ সমর্থনদের।’

আরও পড়ুন:Newtown Incident: বাড়ি পৌঁছে দেবে বলেছিল! ই-রিক্সা চালকই জঙ্গলে নিয়ে গিয়ে…নিউটাউনকাণ্ডে হাড়হিম তথ্য

আইএসএফ কর্মীরা দল থেকে চলে গেলেও ২০২৬ এর ভোট পড়বে সেই আই এস এফে এমন দাবি নওশাদের। তবে এ বিষয়ে শওকত মোল্লা জানান ঘরের ছেলে ঘরে ফিরছে ভুল করে দল ছেড়ে তারা বিরোধী দলে চলে গেছিল। এই নিয়ে জোর রাজনৈতিক চর্চা চলছে ভাঙ্গড়ে।

প্রসঙ্গত, গত বছরেই ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে সম্প্রতি ‘জঙ্গি’ বলে মন্তব্য করেছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। শুধু জঙ্গি নয় এর আগেও প্রকাশ্যে নওশাদের বিরুদ্ধে মানুষকে ‘জানে শেষ করে দেওয়ার’ অভিযোগ তুলেছিলেন শওকত। এনিয়ে এবার আইনি পদক্ষেপ করেছিলেন নওশাদ। তিনি পাল্টা বলেছেন, ‘শওকত মোল্লাকে আমি কোর্টে টেনে আনব। কোর্টের মাধ্যমে এর জবাব দেব।’ নওশাদের পাল্টা দাবি, আমি যদি দেশ বিরোধী কাজের সঙ্গে যুক্ত থাকি তা হলে কেনও স্পিকার আমাকে বিধানসভায় কেন ঢুকতে দিচ্ছে?

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version