জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy 2025) অভিযানে ভারত। প্রথম ম্যাচে পড়শি রাষ্ট্র বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে দিয়েছেন রোহিত শর্মারা (Rohit Sharma)। এদিন ভারতের হয়ে গলা ফাটাতে মাঠে হাজির ছিলেন ২০১৩ সালের, চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দলের স্টার ওপেনার শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। 

খেলা শুরুর আগে মাঠে গিয়ে ভারতীয় দলের সঙ্গে হাসি-ঠাট্টায় মেতেছিলেন ‘গব্বর’, সেই ভিডিয়ো নেটপাড়ায় ছড়িয়ে পড়েছিল। তবে তার চেয়ে ঢের গুণ বেশি চর্চা হচ্ছে ভিআইপি বক্সে, ধাওয়ানের পাশে বসা সুন্দরী রহস্যময়ীকে (Shikhar Dhawan With Mystery Girl) নিয়ে। নেটপাড়ার একটাই প্রশ্ন কে তিনি? ধাওয়ানের পাশের কাউচে বসে ছিলেন সেই মহিলা। তাঁর পরনে ছিল সাদা ফুলস্লিভ টি-শার্ট, বাদামি রঙের ট্রাউজার, চোখে অ্যাভিয়েটর শেপের রোদচশমা, খোলা চুলে একাধিক রঙের খেলা… 

আরও পড়ুন: বাজারে দাদাগিরি এখনও অব্যাহত‌! ‘বাপি বাড়ি যা’ বলেই ব্র্যান্ড হাঁকাচ্ছেন সৌরভ…

এখন প্রশ্ন কে এই রহস্যময়ী? জানা যাচ্ছে আইরিশ মহিলার নাম সোফি শাইন, পেশায় পণ্য পরামর্শদাতা। অতীতেও ধাওয়ান-সোফিকে একাধিকবার দেখা গিয়েছে। মনে করা হচ্ছে তাঁদের বন্ধুতা বেশ গভীর। তাঁরা নিছকই বন্ধু না তারও বেশি কিছু, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে সোফি যে শিখরের পছন্দের মানুষ, তা একপ্রকার নিশ্চিত। 

আরও পড়ুন: কলকাতায় বৃষ্টির ছাঁট দুবাইয়ে… ভারতবিক্রমে ভিজে বিড়াল ‘বাঘ’!

ভারতীয় ক্রিকেটে ওপেনারদের ইতিহাস লেখা হলে ধাওয়ানের নামটা একদম ওপরেরে দিকেই থাকবে। ব্যাট হাতে দলকে একটা বড় রানের মঞ্চ তৈরি করে দেওয়ার অন্যতম সেরা কারিগর ছিলেন। বছর চারেক আগে আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে প্রায় এক দশকের (২০২১-২১) বৈবাহিক সম্পর্কে ইতি পড়েছিল। ধাওয়ানের প্রাক্তন স্ত্রী নিজেই সেই খবর জানিয়ে ছিলেন সোশ্যাল মিডিয়ায়। ২০১২ সালে শিখর-আয়েশা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। সেই সময়ে আয়েশা ছিলেন দুই সন্তানের মা। শিখরের সঙ্গে তাঁর সাত বছরের একটি পুত্রসন্তানও রয়েছে। ধাওয়ান এখন সিঙ্গল বলেই জানা যায়, তবে তাঁর সঙ্গে আইরিশ সুন্দরীর সম্পর্ক নিয়ে এখন জোর গুঞ্জন চলছে…

 

 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version