জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মেয়ের বয়সী নায়িকার সঙ্গে অভিনয় করছেন সলমান খান (Salman Khan)। সম্প্রতি এই বিষয় নিয়ে ছড়িয়ে পড়েছে বিতর্ক। যাঁর সঙ্গে জুটি বাঁধা নিয়ে কটাক্ষের মুখে পড়েছেন মেগাস্টার, তিনি হলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna)। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News 

শুধু দক্ষিণী নয়, বলিউডেও অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন ২৮ বছর বয়সি এই অভিনেত্রী। এবার ৩১ বছরের বড় সলমান খানের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হতে চলেছেন তিনি। পরিচালক এ আর মুরুগাদসের ‘সিকান্দার’ সিনেমায় দেখা যাবে তাঁদের। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সলমান খান। আর তাঁর বিপরীতে রয়েছেন রশ্মিকা মন্দানা। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে নেটদুনিয়ায় চর্চা চলছে। অবশেষে এই বিষয়ে মুখে খুললেন সলমান খান।

আরও পড়ুন- KL Rahul-Athiya Shetty: IPL-এর শুরুতেই খুশির খবর! বাবা-মা হলেন কে এল রাহুল-আথিয়া শেট্টি…

অভিনেতা বলেন, “আমার আর রশ্মিকার ৩১ বছর বয়সের ব্যবধান, লোকজন তা নিয়ে কথা বলতে ব্যস্ত। এটা নিয়ে রশ্মিকার কোনও সমস্যা নেই, ওর বাবারও কোনও সমস্যা নেই, তাহলে আপনাদের সমস্যা কোথায় ভাই? রশ্মিকার যখন বিয়ে হবে, ওর মেয়ে হবে, আমি তখন ওর মেয়ের সঙ্গেও অভিনয় করব। মায়ের অনুমতি তো পেয়েই যাব।”

আরও পড়ুন- Prateik Babbar: বিয়েতে ডাকেননি বাবাকে, ছিঁড়ল শেষ যোগও! পদবি থেকে বব্বর মুছে এবার তিনি ‘প্রতীক স্মিতা পাটিল’…

রবিবার ছিল ‘সিকন্দর’ট্রেলার লঞ্চের অনুষ্ঠান। সেখানেই এই কথাগুলো বলেন সলমান। কথা বলার সময়ে তাঁকে বেশ রাগান্বিত দেখায়, সেই ভিডিও ক্লিপ এখন ভাইরাল। তবে সলমানের এই মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় তাঁকে কটাক্ষ করেন সোনা মহাপাত্র। সোনার দাবি, ‘এগুলো টক্সিক পুরুষত্বের প্রমাণ’। সোনার মন্তব্য ঘিরে দানা বেঁধেছে বিতর্ক। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version