জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগামী রবিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নামবে মুম্বই ইন্ডিয়ান্স (DC vs MI, IPL 2025)। এবারের আইপিএলে (IPL 2025) দুই পয়েন্টের জন্য মরিয়া হার্দিক পান্ডিয়ারা (Hardik Pandya)। পাঁচবারের চ্যাম্পিয়ন টিম পাঁচ ম্যাচের মধ্যে চার ম্যাচই হেরে বসেছে। অন্যদিকে দিল্লি চার ম্যাচের মধ্যে চার ম্যাচেই অপরাজিত। ডিসি এই মুহূর্তে পয়েন্ট টেবলে দুই নম্বরে। 

আরও পড়ুন: আচমকাই বিরাট ধাক্কায় কাঁপল চ্যাম্পিয়ন টিম, আইপিএল থেকে ছিটকে গেলেন ‘সুপারম্যান’

মুম্বই দল চলে এসেছে দিল্লিতে। অরুণ জেটলি স্টেডিয়ামে রোহিত শর্মারা সান্ধ্যকালীন অনুশীলন করছিলেন গত শুক্রবার। আচমকাই তখন স্টেডিয়ামে ধেয়ে আসে ভয়ংকর ধুলোর ঝড়! যদিও পূর্বাভাস ছিল আগেই। দিল্লি এবং এনসিআর চত্বরে ঘণ্টায় প্রায় ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিতে হয়েছে ঝড়। সেই ঝড়ের মধ্যেই পড়ে যায় মুম্বই টিম। ডাগআউটের সামনে দাঁড়িয়ে ছিলেন রোহিত। তিনি আসন্ন বিপদের কথা বুঝতে পেরে, চিত্‍কার করে সতীর্থদের উদ্দেশ্যে বলেন, ‘ফিরে এসো, ফিরে এসো’। এরপরই পেসার  দীপক চাহার, কোচ লাসিথ মালিঙ্গা ও মাহেলা জয়াবর্ধনে ছুটে চলে আসেন। মুম্বই ইন্ডিয়ান্স সেই ভিডিয়ো শেয়ার করেছে। যিনি ভিডিয়ো করছিলেন, তাকেও রোহিত মজার ছলে ধমকে বলে যে, তাঁর ভিডিয়ো নয়, ঝড়েও ভিডিয়ো তুলে দেখাতে। 

ঝড়বৃষ্টির কারণে দিল্লি এবং সংলগ্ন এলাকায় রাত ৯টা পর্যন্ত লাল সতর্কতা জারি করেছিল ভারতীয় মৌসম ভবন। প্রবল ধুলোর ঝড় কার্যত তাণ্ডবলীলা চালিয়েছে। একের পর এক গাছ পড়েছে। কিছু বিমানের ওঠানামাও বিঘ্নিত হয়েছে বলে জানা যায়। এমনকী নির্মীয়মাণ বিল্ডিংয়ের পাঁচিল ভেঙে একজনের মৃত্যু হয়েছে বলেও খবর। এবং দু’জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। অতীতে দিল্লি এরকম ঝড় বহু দেখেছে। তবে গতকালের ঝড়ের তীব্রতা ছিল মারাত্মক!

আরও পড়ুন: অলিম্পিক্সে ফিরল ক্রিকেট! কোন ফরম্যাটে ক’টি টিম খেলবে? সব তথ্য জানুন সবার আগে…

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version