জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এসেছিল জিম্বাবোয়ে (Zimbabwe Tour Of Bangladesh 2025)। সিলেটে প্রথম টেস্ট জিম্বাবোয়ে ৩ উইকেটে জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল। তবে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট বাংলাদেশ ইনিংস ও ১০৬ রানে জিতে ১-১ করে। আর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে, এশিয়ার প্রথম ক্রিকেটার হিসেবে ইতিহাস লিখেছেন মেহেদি হাসান (Mehidy Hasan)। তাঁর অলরাউন্ড মাইলস্টোনেই বাংলাদেশ দুরন্ত জয় পেয়েছে। 

আরও পড়ুন: পাক কিংবদন্তি আফ্রিদির ঘরের লোকই জঙ্গি! জম্মু-কাশ্মীরে ভারতীয় সেনার হাতে নিকেশ

টেস্ট ক্রিকেটের ইতিহাসে মেহেদি প্রথম এশীয় খেলোয়াড় হিসেবে একই দিনে সেঞ্চুরি করার পাশাপাশি পাঁচ উইকেট নিলেন। ৭ নম্বরে ব্যাট করতে নেমে মেহেদি ১৬২ বলে ১০৪ রান করেছেন। ৬৪.২০ স্ট্রাইক রেটে ব্যাট করে মেহেদি ১১টি চার এবং একটি ছয় মেরেছেন। তানজিম হাসানের সঙ্গে নবম উইকেটে ৯৬ রানের গুরুত্বপূর্ণ জুটিও গড়েছেন তিনি। যার ফলে জিম্বাবোয়ের ২২৭ রানের জবাবে বাংলাদেশ ৪৪৪ রান করে। মেহেদির ইতিহাস নিয়েই এখন চলছে চর্চা। 

মেহেদি এই টেস্টে জিম্বাবুয়ের ব্যাটিং লাইন আপ গুঁড়িয়ে দেওয়ার আগে, তাদের বোলারদেরও শাসন করেছেন। স্যাম এবং টম কারেনের ভাই বেন কারেন জিম্বাবোয়ের হয়ে সর্বাধিক ১০৩ বলে ৪৬ রান করেছে। জিম্বাবোয়ের অন্য কোনও ব্যাটার ৪০ রানের গণ্ডিও পার করতে পারেননি। জিম্বাবোয়ে ১১১ রানে অলআউট হয়ে যায়। মেহেদি ছাড়াও তাইজুল ইসলামও বল হাতে ছাপ রেখেছেন এবং তিন উইকেট নিয়েছিলেন। ১১৬ রানের পাশাপাশি মোট ১৫ উইকেট নিয়ে মেহেদি হয়েছেন সিরিজের সেরা। চট্টগ্রাম টেস্টে তিনি ম্যাচের সেরাও হয়েছেন। ২০১৬ সালে ব্রিটিশদের বিরুদ্ধে এই চট্টগ্রামেই টেস্ট অভিষেক হয়েছিল মেহদির। ৫৩ টেস্ট খেলে ২০৬৮ রান করেছেন তিনি। নিয়েছেন ২০৫ উইকেট। 

আরও পড়ুন: ‘৯৩০০০ পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করেছে’! মোক্ষম সময়ে প্রতিপক্ষকে নকআউট পাঞ্চ

 

 

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version