Operation Sindoor Day 2: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) জবাব ইঞ্চিতে ইঞ্চিতে দেওয়া শুরু করেছে ভারত। বুধবার মাঝরাত থেকে ভারতীয় সেনা পাকিস্তানে প্রত্যাঘাত করা শুরু করেছে। চলছে সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)। ভারতীয় আকাশসীমা লঙ্ঘন না করেই নিখুঁত লক্ষ্যে ৯ জঙ্গি ঘাঁটি গুঁড়িয়েছে ভারতীয় সেনা। অপারেশন সিঁদুরের মিডিয়া বিবৃতি দিতে যাঁকে দেখা যাচ্ছে, তাঁকে কি চেনেন? তিনি দেশের বিদেশিসচিব বিক্রম মিস্রী (Foreign Secretary Vikram Misri)
আরও পড়ুন: কে অজিত দোভাল? আন্ডারকভার হয়ে ৭ বছর পাকিস্তানে! পুরো বায়োডেটা জানলে চমকে যাবেন
জন্ম ও শিক্ষা
বিক্রম মিস্রীর ১৯৬৪ সালের ৭ নভেম্বর শ্রীনগরে জন্মগ্রহণ করেছেন। তাঁর প্রাথমিক শিক্ষা উধমপুরে। পরে গোয়ালিয়রের সিন্ধিয়া স্কুলে পড়াশোনা করেছেন। দিল্লি বিশ্ববিদ্যালয়ের হিন্দু কলেজ থেকে ইতিহাসে স্নাতক ডিগ্রি অর্জন করেন। মিস্রী জামশেদপুরের এক্সএলআরআই ইনস্টিটিউট থেকে এমবিএ করেছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়া লিডারশিপ ইনিশিয়েটিভে অ্যাস্পেন ইনস্টিটিউটের ফেলো। যা বর্তমানে কমলনয়ন বাজাজ ফেলোশিপ নামে পরিচিত।
বিজ্ঞাপনের দুনিয়া
সরকারে যোগদানের আগে, তিনি লিন্টাস ইন্ডিয়া (মুম্বই) এবং কন্ট্রাক্ট অ্যাডভারটাইজিং (দিল্লি) এর সঙ্গে কাজ করেছেন বিজ্ঞাপন এবং বিজ্ঞাপন ভিত্তিক চলচ্চিত্র নির্মাণে। ১৯৮৯ সালে ভারতীয় পররাষ্ট্র সেবায় যোগদান করেন। নয়াদিল্লিতে বিদেশ মন্ত্রণালয়ের পাকিস্তান ডেস্কে দায়িত্ব পালন করেছেন। তিনি দুই পররাষ্ট্রমন্ত্রী – আই কে গুজরাল এবং প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছেন। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের যুগ্ম সচিব ছিলেন। তিনি তিনজন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। আই কে গুজরাল, মনমোহন সিং এবং নরেন্দ্র মোদীর সঙ্গে কাজ করেছেন।
বিদেশেও বিস্তার
বিদেশে কর্মযজ্ঞের মধ্যে রয়েছে ব্রাসেলস, টিউনিস, ইসলামাবাদ এবং ওয়াশিংটন ডিসি। তিনি শ্রীলঙ্কায় ডেপুটি হাই কমিশনার এবং মিউনিখে কনসাল জেনারেল ছিলেন। তিনি স্পেন, মায়ানমার এবং চীনে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০২২-২০২৪ সাল পর্যন্ত উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (কৌশলগত বিষয়ক) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বিদেশসচিব
গতবছর ১৫ জুলাই বিক্রম মিস্রী ভারতের বিদেশসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি হলেন তৃতীয় কাশ্মীরি পণ্ডিত যিনি এই ভূমিকা পালন করছেন। তাঁর আগে, আরকে নেহেরু (১৯৫২-১৯৫৫) এবং টিএন কৌল (১৯৬৮-১৯৭২) ছিলেন কাশ্মীরি বংশোদ্ভূত, যাঁরা একই পদে অধিষ্ঠিত ছিলেন। বিক্রম বিয়ে করেছেন ডলি মিস্রীকে। তাঁদের দুই সন্তান রয়েছে।
আরও পড়ুন: এস জয়শঙ্কর; নেহরুর পর দেশের দীর্ঘমেয়াদি বিদেশমন্ত্রী, জানেন তাঁর শিক্ষাগত যোগ্যতা?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)