সেলিম রেজা, ঢাকা: বদলের বাংলাদেশে ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়াকে (Nusrat Faria) গ্রেফতার করা হয়েছে। রবিবার রাতে জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে রাজধানী ঢাকার ভাটারা থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিসের  অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম এই গ্রেফতারির খবর (Nusrat Faria Arrest) নিশ্চিত করেছেন জি ২৪ ঘণ্টার বাংলাদেশ প্রতিনিধির কাছে।

তিনি জানিয়েছেন, সোমবার দুপুরে অভিনেত্রীকে আদালতে তোলা হবে এবং রিমান্ড চাওয়া হবে। রবিবার বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় বাংলাদেশের ইমিগ্রেশন পুলিস তাঁকে আটক করে। পরে ঢাকার ভাটারা থানা পুলিসের কাছে তাঁকে হস্তান্তর করা হয়। পরে থানা থেকে তাঁকে ঢাকার গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।

জানা গিয়েছে, অভিনেত্রী নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ২০২৪ সালের বাংলাদেশের বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যার চেষ্টার ঘটনায় ঢাকার ভাটারা থানায় একটি মামলা রয়েছে। সেই মামলায় তাঁকে বাংলাদেশের বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, শেখ হাসিনার বাংলাদেশ ত্যাগের পরে অনেক তারকাই ভক্তদের রোষানলে পড়েছেন। তাঁদেরই একজন অভিনেত্রী নুসরাত ফারিয়া।

পর্দায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে ‘শেখ হাসিনা’ চরিত্রেও অভিনয় করেছিলেন তিনি। যে কারণে এই অভিনেত্রীকে নিয়ে নতুন করে আলোচনাও শুরু হয়েছে। বিশেষ করে কয়েকদিন আগেই এক সাক্ষাৎকারে নুসরাত ফারিয়া বলেছিলেন, ‘প্রত্যেক বাঙালি মেয়ের মধ্যে একটা করে শেখ হাসিনা রয়েছেন।’

অভিনেত্রীর সেই মন্তব্যকে নতুন করে টেনে এনে সোশ্যাল মিডিয়ায় সমালোচনায় সরব হয়েছেন ভক্তরা। নেটিজেনদের কটাক্ষের মুখে পড়ে শেখ হাসিনার সঙ্গে তোলা নিজের একটি ছবিও ইনস্টাগ্রাম থেকে সরিয়ে নেন এই অভিনেত্রী।

আরও পড়ুন, Javed Akhtar: ‘দোজখেও যেতে পারি, পাকিস্তানে একেবারেই নয়’

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version