অয়ন ঘোষাল: স্ট্রং মনসুন ফ্লো-এর কারণে রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা আজ রবিবার থেকে বুধবার পর্যন্ত। আজ রবিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। কাল সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও।
আরও পড়ুন:Veteran Actor Death: সিনে দুনিয়ায় নক্ষত্রপতন! প্রয়াত জনপ্রিয় প্রবীণ অভিনেতা…
দক্ষিণবঙ্গের আবহাওয়া:
দক্ষিণবঙ্গে আজ রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ বাড়বে। প্রায় সব জেলায় বেলা ১১ টার পর সম্পূর্ণ মেঘলা আকাশ। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা সঙ্গে দমকা বাতাস। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। কাল সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব-পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস।
পরশু মঙ্গলবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলার বেশিরভাগ এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বুধবার এবং বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে আসবে।
উত্তরবঙ্গের আবহাওয়া:
উত্তরবঙ্গে রবিবার ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলাতে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা। সোমবার ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে।
আরও পড়ুন:TMC Leader Murder: রক্তে ভিজে বীরভূম! বাড়ি থেকে ৫০০ মিটার দূরে খু*ন হেভিওয়েট তৃণমূল নেতা…
মঙ্গলবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কালিম্পং জেলায় বাড়ি বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে। বুধবার দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে সব জেলাতেই।
কলকাতার আবহাওয়া:
কলকাতায় আজ ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে। রবিবার ও সোমবার বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস। স্ট্রং মনসুন ফ্লো র প্রভাবেই দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি।
ভিন্ন রাজ্যের আবহাওয়া:
ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা উত্তর প্রদেশ রাজস্থান ও মধ্যপ্রদেশে। ভারী বৃষ্টির সতর্কতা রাজধানী দিল্লিতে। পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়ে ভারী বৃষ্টি। ভারী বৃষ্টি হবে বিহার, ছত্রিশগড়, হিমাচল প্রদেশ, উত্তর প্রদেশ, ঝাড়খন্ড, উত্তরাখণ্ড এবং বিদর্ভ কেরল, মাহে, কঙ্কন, গোয়া, রাজস্থানে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)