ই গোপী: আবারও এক ছাত্রের মৃত্যু হল খড়গপুর আইআইটিতে(IIT Kharagpur)। মৃত ছাত্রের নাম চন্দ্রদ্বীপ পাওয়ার (১৯), বাড়ি মধ্যপ্রদেশে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর দ্বিতীয় বর্ষের ছাত্র। নেহেরু হলে থাকত। পুলিস সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে খাওয়ার পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অসুধ খাওয়ার সময় কোনও কারণে শ্বাসনালীতে আটকে যায়। তাকে উদ্ধার আইআইটি ক্যাম্পাসে করে বি সি রায় নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। 

আরও পড়ুন:Dilip Ghosh: ‘দেব ভালো ছেলে কিন্তু…’, ঘাটালের সাংসদকে নিয়ে বড় কথা বলে দিলেন দিলীপ!

মৃতের পরিবারকে খবর পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর কারণ। রুম নম্বর ডি ৪০৮। সহপাঠীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসা শুরু হলেও শেষ রক্ষা করতে ব্যর্থ হন চিকিৎসকেরা। কয়েকদিন ধরেই জ্বর সর্দি কাশি সমস্যায় ভুগছিল। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অসুধ কিনেছিল। সেই অসুধ খাওয়ার সময় সোমবার রাতে তার গলায় আটকে যায়। হাসপাতালে নিয়ে গেলে সি পি আর দেওয়া হলেও তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে চিকিৎসকেরা।

উল্লেখ্য, চারদিন আগে ১৮ জুলাই আইআইটি খড়্গপুরের এক মেধাবী পড়ুয়ার মৃত্যু হয়। গত শুক্রবার সকাল ১১টা ২০ নাগাদ আইআইটি খড়্গপুরের রাজেন্দ্র প্রসাদ হলের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং- বিভাগের চতুর্থ বর্ষের এক ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিস। 

আরও পড়ুন:Bengal Weather Update: বুধ থেকে জেলায় জেলায় বৃষ্টির তাণ্ডব! ফের বানভাসি বাংলা? আবহাওয়ার লেটেস্ট আপডেট…

আইআইটি খড়্গপুর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে নিজের রুমের গেট না খোলায় ওই হলের অন্যান্য আবাসিকরা ম্যানেজমেন্টকে খবর দেয়। অন্যদিকে, ছেলেকে বাবা ফোনে না পেয়ে খড়গপুর আইআইটি সিকিউরিটি কন্ট্রোলে ফোন করেন। তারা গিয়ে দেখেন RP হলের 203 নম্বর রুমে ঝুলন্ত দেহ। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে অনুমান। হল ম্যানেজার পুলিসকে জানালে, পুলিস এসে দরজা খুলে দেখে সিলিং ফ্যান থেকে ঝুলছে পড়ুয়া। গলায় গামছার ফাঁস। এরপরই দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পরিবারে উপস্থিতিতে ময়নাতদন্ত হবে বলে সূত্রের খবর। কী কারণে এই অস্বাভাবিক মৃত্যু খতিয়ে দেখা হচ্ছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version