জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বেশ কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে অভিনেতা সাহেব ভট্টাচার্যের ব্যক্তিগত মুহূর্তের ভিডিয়ো। কীভাবে সেই ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে? অবশেষে আপত্তিকর ভিডিয়ো (Viral Video of Saheb Bhattacharya) নিয়ে মুখ খুললেন অভিনেতা সাহেব ভট্টাচার্য। তবে শুধু সাহেব নয়, একই ধরনের ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল আরেক টেলি অভিনেতা ঋত্বিক মুখোপাধ্যায়ের।
ঋত্বিক আগেই জানিয়েছিলেন যে তাঁর সেই ভিডিয়ো আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি। মুখ তাঁর হলেও ওই ভিডিয়োতে দেখতে পাওয়া শরীর তাঁর নয়। যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় নেট দুনিয়ায়। ঋত্বিক এই বিষয়ে সাইবার সেলের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছিলেন। এতদিন চুপ থাকলেও এবার সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন সাহেব।
রবিবার এক ছবির প্রচারে সাহেব ভট্টাচার্য বলেন, ‘বর্তমান প্রযুক্তির যুগে ব্যক্তিগত জীবন আর ব্যক্তিগত থাকছে না। গত ২০ বছর ধরে তিনি গর্বের সঙ্গে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছেন এবং টলিউডে তার একটি পরিচ্ছন্ন ভাবমূর্তি রয়েছে।’ তিনি জানান, এই ধরনের আপত্তিকর ভিডিও ছড়িয়ে তাঁকে তাঁর অবস্থান থেকে কেউ সরাতে পারবে না। এই পুরো ঘটনাটিই প্রতিহিংসামূলক এবং কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে এটি ঘটিয়েছে।
আরও পড়ুন- Monami Ghosh: ফের ছোটপর্দায় মনামী ঘোষ, “লক্ষ্মীলাভ” হল অভিনেত্রীর?
সাহেবের কথায়, “আজ পর্যন্ত আমার বিরুদ্ধে কোনও পুলিশ কেস বা আপত্তিকর কিছু ঘটেনি। এই সমস্ত ভিডিওকে আমি একেবারেই গুরুত্ব দিতে নারাজ। তবে সাইবার সেলে আমি অভিযোগ জানিয়েছি। আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার অবশ্যই নেব। তবে এসব ব্যাপার নিয়ে আমি মোটেই চিন্তিত নই”।
প্রসঙ্গত, সাহেব ভট্টাচার্য বর্তমানে ‘কথা’ ধারাবাহিকে সুস্মিতা দের বিপরীতে অভিনয় করছেন। শুধু ধারাবাহিক নয়, ওয়েব সিরিজ ও সিনেমাতেও অভিনয় করে তিনি নিজেকে একজন প্রতিষ্ঠিত অভিনেতা হিসেবে দর্শকমনে জায়গা করে নিয়েছে। ছোটপর্দার দৌলতে সাহেবের জনপ্রিয়তা এখন আকাশছোঁয়া। সাহেবের দাবি, সেই ঈর্ষা থেকেই তাঁর বিরুদ্ধে কেউ এমন কাজ করেছে বলে অভিযোগ সাহেবের।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)