বিশ্বজিত্‍ মিত্র: দ্য যসরা কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটিতে তৃণমূলের জয়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ ১২ জন প্রার্থী। 

দ্য যসরা কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডে ১২ টি আসনের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল কংগ্রেস। দীর্ঘ ছয় বছর পর ভোট হল এখানে। চারটি মৌজায় মোট ২২০০ সদস্য রয়েছে এই সোসাইটিতে। ১২ জন প্রতিযোগীর মধ্যে ৯ জন পুরুষ প্রার্থী তিনজন মহিলা প্রার্থী অংশ নেয়। জয়ের পর অকাল হোলিতে মাতল সমর্থকরা। সকাল থেকেই এই নির্বাচনকে ঘিরে টানটান উত্তেজনা ছিল। প্রচুর পুলিশ মোতায়ন করা হয় গন্ডগোল এড়াতে। যদিও বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ এই জয়লাভ কে সম্পূর্ণ অবৈধ এবং গণতন্ত্র হত্যার নিদর্শন বলে আখ্যা দিয়েছেন।

দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হল দি যসরা কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের নির্বাচন। তবে ফলাফলে কোনো চমক ছিল না — মোট ১২টি আসনের সবকটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা।

এই সোসাইটিতে চারটি মৌজায় ছড়িয়ে থাকা প্রায় ২২০০ জন সদস্য রয়েছেন। এবারের নির্বাচনে মনোনয়ন জমা দেন মোট ১২ জন প্রার্থী — যাদের মধ্যে ৯ জন পুরুষ এবং ৩ জন মহিলা প্রার্থী। শেষ পর্যন্ত তৃণমূল প্রার্থীদের বিপক্ষে কেউ মনোনয়ন না জমা দেওয়ায় প্রত্যেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

জয়ের পর এলাকায় উৎসবের আবহ — সমর্থকরা রঙ খেলে, মিষ্টি বিতরণ করে অকাল হোলিতে মেতে ওঠেন। সকাল থেকেই নির্বাচনী প্রক্রিয়াকে কেন্দ্র করে এলাকায় ছিল টানটান উত্তেজনা। যে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছিল বিপুল সংখ্যক পুলিশ বাহিনী।

আরও পড়ুন: Bakkhali Accident case: সাগর কাড়ল স্বপ্ন! ৫ বন্ধু বকখালিতে নামলেন জলে… সাতদিনে দ্বিতীয়…

আরও পড়ুন:  Kavi Subhash Metro Station Closed: বৃষ্টি-বিভ্রাটের বড় আপডেট! বেশ কয়েকটি পিলারে ফাটল, অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল কবি সুভাষ মেট্রো স্টেশন…

তবে এই জয়কে কেন্দ্র করে উঠেছে বিরোধী সুর। স্থানীয় বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ অভিযোগ করে বলেন, ‘এটি গণতন্ত্রের পরাজয়। সুষ্ঠু নির্বাচন হলে তৃণমূল এমন জয় পেত না। এ এক চরম অনিয়ম এবং অবৈধ নির্বাচন।’

প্রসঙ্গত, দীর্ঘদিন পর এই সোসাইটিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সদস্যদের মধ্যে স্বাভাবিকভাবে ছিল আগ্রহ ও উত্তেজনা। যদিও ভোটগ্রহণের প্রয়োজনই পড়ল না — সব আসনে একক প্রার্থীর মনোনয়নে নির্বাচন ঘোষণার আগেই ফলাফল পরিষ্কার হয়ে যায়।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version