জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কলেজে পড়াকালীন তাঁর সঙ্গে দেখা হয়েছিল সলমানের। সঙ্গীতা বিজলানি অনেক পরে ভাইজানের জীবনে এসেছেন, তার আগেই প্রথম প্রেমের অভিজ্ঞতা হয়েছে তাঁর। ৫৯ বছর বয়সি অভিনেতার ভক্তরা বহু বছর ধরে অপেক্ষা করে আছেন কখন সলমান বিয়ে করবেন। তবে এখন সলমান নিজেই বিয়ের ভাবনা থেকে সরে এসেছেন। তবুও তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কৌতুহলের শেষ নেই। সলমানের প্রথম প্রেমিকা কে ছিলেন? এখন তিনি কোথায় আছেন এবং কী করছেন? তা নিয়ে বিতর্কের শেষ নেই…
আরও পড়ুন, Ahona Dutta Baby: ২১ বছরেই মা হলেন ছোটপর্দার ‘মিশকা’ অহনা, ঘর আলো করে এল ছেলে না মেয়ে?
ব্যক্তিগত জীবনে তিনি আজও একা। সলমান একাধিক নায়িকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, কিন্তু কোনও সম্পর্কই স্থায়ী হয়নি। আজ সলমানের প্রায় সব প্রাক্তন প্রেমিকাই বিবাহিত, আর ‘ভাইজান’ এখনও সিঙ্গল। সলমান খানের প্রথম প্রেমিকা ছিলেন অশোক কুমারের নাতনি এবং কিয়ারা আদভানির কাকিমা। তিনি আর কেউ নন, শাহিন জাফরি, যিনি এখন পরিচিত শাহিন আগরওয়াল নামে। শাহিনের মা, ভারতী জাফরি, এক সাক্ষাৎকারে সলমান এবং শাহিনের প্রেমকাহিনি সম্পর্কে জানিয়েছিলেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)