জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:‘দৃশ্যম’-খ্যাত (Drishyam) অভিনেত্রী ঈশিতা দত্ত (Ishita Dutta) সম্প্রতি তাঁর দুই বছরের ছেলে বায়ুকে নিয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে। কিছু মাস আগেই দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন তিনি। লক্ষ্মী এসেছে তাঁদের ঘরে। একটি হাসপাতালের ছবি এই কঠিন সময়ের কথা শেয়ার করেন ভক্তদের সঙ্গে।

আরও পড়ুন- Srabanti’s Ex Husband’s Marriage: ডিভোর্সের ৩ মাসের মাথায় ফের বিয়ের পিঁড়িতে শ্রাবন্তীর প্রাক্তন রোশন সিং, পাত্রীকে চেনেন?

৩০ জুলাই ঈশিতা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেন, যেখানে দেখা যায়, তিনিও এবং তাঁর ছেলে বায়ু—দুজনেই আইভি ফ্লুইড নিচ্ছেন। যদিও ছবিতে তাঁদের মুখ স্পষ্ট নয়, তবে এটি স্পষ্ট করে যে তারা গত কিছুদিন অনেকটাই কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছেন।

তিনি অসুস্থতার বিস্তারিত কারণ না জানালেও বলেন, এই কারণে তাঁর ওজন অনেকটা কমে গেছে। তিনি লেখেন, “গত এক মাস ছিল খুব কঠিন। যখন আমার সদ্যোজাত কন্যার সঙ্গে থাকা উচিত ছিল, তখন আমাকে বারবার হাসপাতালে যেতে হয়েছে। তবে ঈশ্বরের কৃপায় এখন আমি এবং বায়ু দুজনেই অনেক ভালো আছি।”

তিনি আরও যোগ করেন, “অনেকেই আমার ওজন কমে যাওয়া নিয়ে প্রশ্ন করেছেন। এটি ইচ্ছাকৃত ছিল না, শুধুই অসুস্থতার ফল।” গত জুন মাসে, ঈশিতা ও তাঁর স্বামী বত্‍সল শেঠ তাঁদের দ্বিতীয় সন্তানের জন্মের ঘোষণা দেন। একটি পরিবারের হাসিখুশি ছবির মাধ্যমে তাঁরা জানান, “দুজন থেকে চারজন—একসাথে এক হৃদয়ে। আমাদের পরিবার সম্পূর্ণ হলো। আমরা কন্যাসন্তান পেয়ে ধন্য।”

আরও পড়ুন- Popular Actress on Casting Couch: ‘অভিনয় করতে এসেছি, নিজেকে বিক্রি করতে নয়’, কুপ্রস্তাব পেয়েই বিস্ফোরক অভিনেত্রী…

তাঁরা মেয়ের নাম রেখেছেন বেদা। নামকরণ অনুষ্ঠানের একটি ভিডিওতে দেখা যায়, নবজাতিকা বেদাকে একটি ঐতিহ্যবাহী কাপড়ের দোলনায় কোলে নিয়ে আছেন ঈশিতা ও বত্‍সল। পিছনে শোভা পাচ্ছে বেদার নাম লেখা বেলুন। ঈশিতা ও বত্‍সলের প্রেম শুরু হয়েছিল ‘রিসতো কা সৌদাগর – বাজিগর’ সিরিয়ালের সেটে। তাঁরা ২৮ নভেম্বর ২০১৭ সালে মুম্বইয়ে বিয়ে করেন। ২০২৩ সালে ঈশিতার কোল আলো করে আসে ছেলে বায়ু। সম্প্রতি তাঁদের সংসারে আসে নতুন সদস্য বেদা। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version