অরূপ লাহা: পাখির চোখ ছাব্বিশ। আর সেই ছাব্বিশের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) আগেই বিজেপিতে (BJP) শুরু ‘মুষল পর্ব’! ২০২৬ বিধানসভা নির্বাচনে আগেই জেলা বিজেপিতে শুরু হল পোস্টার যুদ্ধ। গেরুয়া শিবিরে প্রকাশ্যে চলে এল আদি বনাম নব্য দ্বন্দ্ব।

মঙ্গলবার বিজেপি বর্ধমান জেলা কমিটির সভাপতি অভিজিৎ তা-এর ছবি দিয়ে পোস্টার পড়ল কার্জনগেট ও কোর্ট কম্পাউন্ড চত্বরে। আদি বিজেপি কার্যকর্তাবৃন্দর নামে দেওয়া এই পোস্টারে জেলা সভাপতির ছবি দিয়ে তাঁকে ‘বামপন্থী হার্মাদ’ বলে দাবি করে সাংগঠনিক জেলা বাঁচাও-এর আহ্বান করা হয়েছে। একইসঙ্গে গত ৫ বছরে বিভিন্ন নির্বাচনে তাঁর ভূমিকা ও অসফলতাকে তুলে ধরা হয়েছে।

এই পোস্টার সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই পোস্টার আসলে বিজেপির ভিতরের অন্তর্কলহকে তুলে ধরেছে বলে কটাক্ষ করেছে শাসক শিবির। যদিও সেই দাবি উড়িয়ে পালটা তৃণমূলকে নিশানা করেছেন বিজেপি নেতা সৌম্যরূপ বন্দ্যোপাধ্য়ায়। পালটা তৃণমূলের অন্যতম জেলা সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম কটাক্ষ করেন, এটা বিজেপির ভাগবাটোয়ার লড়াই।

তোপ দাগেন, “এর আগেও তারা নিজেরাই নিজেদের অফিস ভাঙচুর করেছে। তৃণমূল ছাব্বিশের প্রস্তুতিতে ব্যস্ত। এই সব নিয়ে ভাবনার অবকাশ আমাদের নেই। মানুষ আমাদের সঙ্গেই আছে। বিজেপিকে সেটা আবারও একবার বুঝিয়ে দিতে, শিক্ষা দিতে আমরা তৈরি।”

আরও পড়ুন, Pitbull attack: বাবা-মায়ের চোখের সামনেই ঝাঁপিয়ে পড়ল বাড়িমালিকের পিটবুল! ৭ বছরের মেয়েকে হিং*স্র কুকুর একেবারে…

আরও পড়ুন, ASI son hires Supari killer: সুপারি কি*লার থেকে জেল পালানো যুবতী! ভাইয়ের হাতে বাবার খু*নের বদলা নিতে ASI ছেলে ঘটালেন মারাত্মক কাণ্ড…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version