West Bengal News : হাতে আর বেশি সময় নেই। সময়ের মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছনোর জন্য রাস্তায় দাঁড়িয়েছিল মাধ্যমিক পরীক্ষার্থী। অপেক্ষায় ছিল সহপাঠীর আসার। কিন্তু ঘড়ির কাঁটা এগোচ্ছিল দ্রুত। উৎকণ্ঠা ভেসে উঠেছিল পাঁচলার মাধ্যমিক পরীক্ষার্থী পারভিন খাতুনের চোখে মুখে।

বিষয়টি চোখে পড়ে এক ট্রাফিক পুলিশ কর্মীর। অবশেষে সেই ট্রাফিক পুলিশ কর্মীই নিজের গাড়িতে করে যথা সময়ে পারভিনকে পৌঁছে দিলেন পরীক্ষা কেন্দ্রে। পাঁচলার বিকি হাকোলার বাসিন্দা পারভিন খাতুন এবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। তার পরীক্ষার সিট পড়েছে পাঁচলার আজিম উচ্চ বিদ্যালয়ে।

 

Madhyamik Exam: বন্ধুদের সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্রে! এবার ধরা পড়ল ভুয়ো পরীক্ষার্থী
প্রতিদিন পারভিনকে তার বাবা পরীক্ষা কেন্দ্রে দিয়ে যায় এবং নিয়ে আসে। কিন্তু মঙ্গলবার ব্যাক্তিগত কাজে কলকাতায় চলে যাওয়ায় এক সহপাঠীর সঙ্গে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার কথা ছিল পারভিনের। সেইমত মঙ্গলবার সকাল ১০টার আগেই আমতা রানিহাটি রাস্তায় জয়নগর মোড়ে হাজির হয়ে গিয়েছিল পারভিন।

এদিকে দীর্ঘক্ষম সহপাঠী না আসায় পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে দেরি হযে যাবে এই আশঙ্কায় রাস্তার পাশের ইতস্তত হাঁটাহাঁটি করছিল পারভিন। বিষয়টি নজর এড়ায়নি উলুবেড়িয়া ট্রাফিক গার্ডের পুলিশ কর্মী মধূসূদন বিলুই-এর। তিনি ছাত্রীর কাছে পৌঁছে তার উদ্বেগের কারণ জানতে চান।

Madhyamik Pariksha 2023 : হাসপাতালে শুয়ে মাধ্যমিক আলিপুরদুয়ারের দেবজ্যোতির, পাশে প্রশাসন
এরপর পারভিনের কাছ থেকে তার সমস্যার কথা শুনে কালবিলম্ব না করে নিজের বাইকের বিছনে বসিয়ে তাকে সময়মত পরীক্ষা কেন্দ্রে পৌছে দেন ওই পুলিশ কর্মী।
পারভিন জানায়, “সহপাঠী সময়মত না আসায় আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলা্ম আজ আর পরীক্ষা দেওয়া হবে না। যদিও পরে পুলিশ কাকু আমাকে বাইকে করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ায় পরীক্ষা দিতে পেরেছি।”

পারভিন জানায়, এই পুলিশ কাকু আজ আমাকে সাহায্য না করলে পরীক্ষা দেওয়াই হত না। অন্যদিকে, পুলিশ কর্মী মধুসূদন বিলুই জানান, একজন নাগরিক হিসাবে নিজের দায়িত্ব পালন করেছি। মঙ্গলবার ছিল মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষা। পরীক্ষার প্রস্তুতি নিয়ে নিজের সহপাঠীর জন্যেই রানিহাটি রাস্তায় জয়নগর মোড়ে অপেক্ষায় ছিল পারভিন।

তবে কোনও কারণে সেই সহপাঠী সেখানে পৌছতে পারেনি। সহপাঠীর সঙ্গে যোগাযোগ করার উপায় ছিল না পারভিনের কাছে। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর পারভিন বুঝতে পারে সময় অনেকটা চলে গিয়েছে।

Madhyamik Exam 2023 : দাদুর শেষকৃত্যে মা-বাবা, পথ হারানো মাধ্যমিক পরীক্ষার্থীকে হলে পৌঁছে দিলেন পুলিশকাকু
রাস্তার মাঝেই দুশ্চিন্তায় পড়ে যায় সে। তবে ট্রাফিক পুলিশ কর্মীর মানবিক পদক্ষেপের কারণেই পরীক্ষায় বসতে পারল পারভিন। সেইজন্য পুলিশ কর্মী মধুসূদন বিলুইকে ধন্যবাদও জানায় সে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version