বঙ্গ রাজনীতিতে বরাবর ‘হাইভোল্টেজ এলাকা’ নন্দীগ্রাম। পঞ্চায়েত নির্বাচনেও নন্দীগ্রামের উপর বিশেষ নজর ছিল রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। কিন্তু, ভোটের ফলাফল ঘোষণার আগেই সেখানে বিরাট ‘জয়’ তৃণমূলের!

গ্রাম পঞ্চায়েতের তিনটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের আনন্দে আবির খেলায় মাতল তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকরা। বৃহস্পতিবার বিকেলে নন্দীগ্রাম ১ নম্বর তৃণমূল কংগ্রেস পার্টি অফিস প্রাঙ্গণে এমন ছবি ধরা পড়ল। পঞ্চায়েতের ২২৮, ২২৯ এবং ২৩৪ নম্বর আসনে কেবলমাত্র তৃণমূল কংগ্রেসের তিন প্রার্থীর মনোনয়নপত্র জমা পড়েছে। এদিকে গতকালই ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন।

Suvendu Adhikari : ‘ভোট হলেই মমতা হারবেন…’, মনোনয়ন জমার মিছিল থেকে হুংকার শুভেন্দুর
সিপিএম, বিজেপি, কংগ্রেস-সহ অন্যান্য কোনও বিরোধী পক্ষের প্রার্থীর নাম জমা পড়েনি। স্বাভাবিকভাবেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সাফিরুল খান, মঞ্জুশ্রী দাস এবং তরাপ আলি সা। নন্দীগ্রামের ঘাসফুল শিবিরে খুশির ঢেউ। সবুজ আবির খেলে আনন্দ প্রকাশ করেন তাঁরা। উচ্ছ্বাসে মেতে ওঠে শাসক শিবির।

এই প্রসঙ্গে তৃণমূল কর্মীদের একাংশের কথায়, “এই জয় অন্য়ান্য অংশে দলীয় কর্মীদের মনোবল বাড়াবে। নন্দীগ্রাম বিধানসভার সমস্ত জায়গাতেই উৎসাহ পাবেন তৃণমূল কর্মীরা।” যদিও সরব BJP। গেরুয়া শিবিরের অভিযোগ, তাদের প্রার্থী দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছিল। একপ্রকার জুলুমবাজি করে জিতেছে তৃণমূল, দাবি তাদের।

West Bengal Panchayat Election : পঞ্চায়েতে পাখির চোখ নন্দীগ্রাম! শুভেন্দুর গড়ে ঢাক-ঢোল পিটিয়ে মনোনয়ন শুরু BJP-র
উল্লেখ্য, নন্দীগ্রাম বঙ্গ রাজনীতিতে বরাবর আলোচনার জায়গায় উঠে এসেছে। একুশের বিধানসভা নির্বাচনে সেখান থেকে ভোটে লড়াই করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। গোটা দেশের নজরে উঠে এসেছিল নন্দীগ্রাম। বিধানসভা ভোটে সেখানে জয়ী হন শুভেন্দু।

যদিও তৃণমূল সেই সময় BJP-র বিরুদ্ধে কারচুরির অভিযোগ তুলেছিল। গত মঙ্গলবার নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের BJP প্রার্থীদের নিয়ে মিছিল করে মনোনয়ন জমা দিতে যান শুভেন্দু অধিকারী। সেই সময় রাজ্যের বিরোধী দলনেতার হুংকার ছিল, নন্দীগ্রামে ১৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১২টিই দখল করবে BJP। অন্যান্য পাঁচটি ক্ষেত্রে ত্রিশঙ্কু হবে এবং পরবর্তীতে তা BJP দখল করবে।

Panchayat Election : পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরেই ধাক্কা! শুভেন্দু গড়ে BJP পর্যবেক্ষকের তৃণমূলে যোগদান
পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দেগে তিনি বলেন, “যেখানেই ভোট হবে তিনি হারবেন।” নন্দীগ্রামের সব জায়গায় তৃণমূল- BJP-র হাড্ডাহাড্ডি লড়াই প্রত্যক্ষ করা যাবে, মনে করছিল রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। সেই জায়গায় এই তিনটি গ্রাম পঞ্চায়েতে বিনা লড়াইয়ে জয় বিরোধীদের জন্য বড় ধাক্কা বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version