কী ঘটনা ঘটেছে?
স্কুলের ভেতর থেকে ভেসে এল রহস্যজনক কান্নার আওয়াজ। ঘটনাটি ঘটে সোমবারের সন্ধ্যা সাতটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের কুইকোটা শংকরী বিদ্যায়তন হাই স্কুলে। স্কুলের ভেতর থেকে হঠাৎ করেই ভেসে আসে বাচ্চার কান্নার আওয়াজ। বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেয়ে স্থানীয় মানুষজন খবর দেয় স্কুল কর্তৃপক্ষকে। পাশাপাশি একই সঙ্গে খবর দেওয়া হয় দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিতালী বন্দ্যোপাধ্যায়কে।
এরপর কী হল?
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় কোতোয়ালি থানার পুলিশ। দীর্ঘক্ষণ স্কুলে খোঁজাখুঁজির পরও স্কুলের ভেতর কোন বাচ্চার উপস্থিতি নজরে আসেনি পুলিশ ও এলাকাবাসীদের। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালায় এলাকাবাসী ও পুলিশ কর্মীরা। স্কুলের ভিতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসাই যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় কাউন্সিলর কী বলছেন?
স্থানীয় কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায় জানান, আমাকে বিকেলের দিকে একবার খবর দেওয়া হয়। আমি স্কুলের একজনকে নিয়ে আসি। তালা খুলে সমস্ত জায়গায় খুঁজে দেখা হয়। কিন্তু কিছু পাওয়া যায়নি। এরপর আমি ফিরে যাই। ফের সন্ধ্যার পর এরকম আওয়াজ পাওয়া যায়। বাধ্য হয়ে আমি পুলিশকে খবর দিই। পুলিশের সঙ্গেও আরেক তরফা খোঁজাখুঁজি শুরু হয়। কিন্তু সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য
স্থানীয় এক বাসিন্দা জানান, আমরা বিকেলের পর থেকেই ওই স্কুলের ভেতর থেকে একটা আওয়াজ পাই। আওয়াজটা শুনে মনে হবে একটা বাচ্চার কান্নার আওয়াজ। আমরা ভাবি, কোনও বাচ্চা হয়তো বন্ধ স্কুলের মধ্যে আটকে পড়েছে। স্থানীয় কাউন্সিলরকে খবর দেওয়া হয়। পুলিশ ডেকেও খোঁজ হয়, কিন্তু কিছু পাওয়া যায়নি। অদ্ভুত এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আদৌ কোনও বাচ্চার কান্নার আওয়াজ নাকি অন্য কিছু সে সম্বন্ধে পরিষ্কার কোনও ধারণা দিতে পারেনি পুলিশও। ঘটনায় কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।