এমনই একটি অডিয়ো রেকর্ডিং ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছেন বিজেপি রাজ্য সভাপতি। সেই কল রেকর্ডিং শেয়ার করে তৃণমূল ও অভিষের বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন বিজেপি সাংসদ। যদিও সুকান্তর শেয়ার করা অডিয়ো রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল।
ব্যক্তিগত এক্স হ্যান্ডেলে সুকান্তর শেয়ার করা অডিয়ো রেকর্ডিংয়ে ‘সাধারণ লোক’ বলে পরিচয় দেওয়া এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘টিভিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নম্বর দিয়ে ফোন করতে বলেছে। আপনাকে একটাই অনুরোধ কোনও টাকা যেন না আসে এই চোরেদের জন্য। ওরা ১০০ দিনের টাকা নিয়ে সর্বনাশ করেছে। টিভি থেকে নম্বর নিয়েই আপনাকে ফোন করলাম। আমি সাধারণ লোক, হুগলিতে বাড়ি। আবার অনুরোধ করছি, কোনও টাকা যেন না আসে এটা দেখুন।’ যদিও সুকান্ত প্রকাশিত অডিয়োতে তাঁর গলার আওয়াজ পাওয়া যায়নি।
শনিবার রাজভবনের অদূরে হওয়া ধরনা মঞ্চের সভা থেকে বিজেপি ও রাজ্যপালকে আক্রমণ করেন অভিষেক। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারে পূর্বের একটি বক্তব্যকে হাতিয়ার করে সুর চড়ান তৃণমূল সাংসদ। সুকান্ত মজুমদার বলেছিলেন, ‘টাকা নিয়ে বেনিয়ম বন্ধ করতে হবে, হিসেব দিতে হবে। এমনটা হলে সুকান্ত মজুমদারের এক ফোনে টাকা চলে আসবে।’ সুকান্তর এই বক্তব্য ধরনা মঞ্চ থেকে মাইকে শোনান তৃণমূল সাংসদ।
এরপরই রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়কে ডেকে নেন অভিষেক। তাঁর থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ফোন নম্বর চান। সেই ফোন নম্বরে সকলকে ফোন করে বাংলার বকেয়া টাকা ফিরিয়ে দেওয়ার কথা বলতে নির্দেশ দেন তৃণমূল নেতা। একই সঙ্গে কেউ যেন বিজেপি নেতার সঙ্গে অভব্য আচরণ না করনে তাও বলে দেন অভিষেক।