বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। পুজোর আগে কেনাকাটার জন্য এই রবিবার আদর্শ। বুধবার পর্যন্ত দুই বঙ্গের আকাশই থাকবে আংশিক মেঘলা। সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনাও নেই। দিন এবং রাতের তাপমাত্রা আগামী ৪৮ ঘণ্টায় বৃদ্ধি পেতে পারে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল পর্যন্ত। সোমবার থেকে সেখানে বৃ্ষ্টিপাতের পরিমাণ কমবে।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
রবিবার শহর কলকাতার আকাাশ থাকবে আংশিক মেঘলা। মাঝেমধ্যে দেখা পাওয়া যাবে রোদের। বৃষ্টির সম্ভাবনা একেবারেই কম। বাড়বে তাপমাত্রার পারদও। বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ। কলকাতায় কাল রাতের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭০ থেকে ৯৪ শতাংশ।

Rainfall Forecast : নিম্নচাপের গেরো থেকে অবশেষে মুক্তি, শনি থেকেই বঙ্গে হাওয়া বদল
পুজোর আগে বাকি হাতে গোনা মাত্র কয়েক দিন। আপাতত বুধবার পর্যন্ত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা কলকাতাতে নেই।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ছত্তিশগড় পর্যন্ত পৌঁছে যাওয়া নিম্নচাপ ইউ টার্ন নিয়ে ফের ঝাড়খণ্ড টপকে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছিল। সেই নিম্নচাপ বাংলাদেশের মধ্যভাগ থেকে রাতে নাগাল্যান্ডের দিকে এগিয়েছে। এর শক্তিক্ষয় হয়েছে। এখন তা কেবলমাত্র নিম্নচাপ অক্ষরেখা।

Weather Update : আচমকাই নিম্নচাপের ‘ইউ টার্ন’, বঙ্গে আরও ৩ দিন ভারী বৃষ্টি!
আগামী ২৪ ঘণ্টা দক্ষিণবঙ্গের কোথাও সেভাবে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। ফলে পুজো শপিংয়ের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না আবহাওয়া। বুধবার পর্যন্ত মূলত পরিষ্কার থাকবে আকাশ। আপাতত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হাওয়া বদলের সম্ভাবনা। তাপমাত্রা একই রকম থাকলেও বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের জন্য অস্বস্তি বজায় থাকবে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
সোমবার থেকে আরও উন্নত হবে উত্তরবঙ্গের আবহাওয়া। পার্বত্য ও ডুয়ার্স এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই।

Weather Forecast : মঙ্গলেও ৪ জেলায় দুর্যোগের সম্ভাবনা, কবে থামবে বৃষ্টি? জবাব হাওয়া অফিসের
কবে বর্ষা বিদায়?
দোরগোড়ায় পুজো। আর সেই সময় কোনও বৃষ্টিপাত চান না সাধারণ মানুষ। সেক্ষেত্রে পুজোর আগেই বর্ষা বিদায় চাইছেন সাধারণ মানুষ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দেশের একাধিক রাজ্য থেকে কাল অর্থাৎ সোমবারের মধ্যে মৌসুমী বায়ু বিদায় নিতে চলেছে।

মঙ্গলবার উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশ থেকে বিদায় নিতে পারে বর্ষা। মহারাষ্ট্র থেকে মঙ্গলবারের মধ্যে মৌসুমী বায়ু বিদায় নেবে। পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ধাপে ধাপে শুরু হতে চলেছে বর্ষা বিদায় পর্ব। সোম-মঙ্গলবারের মধ্যে ঝাড়খণ্ড, বিহার, ওডিশা, ছত্তিশগড় এবং তেলেঙ্গানা থেকে বর্ষা বিদায় নিতে শুরু করবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version