ভাইফোঁটার সন্ধ্যায় মারুতি সুজুকির সার্ভিস সেন্টারে বিধ্বংসী আগুন। অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়জুড়ে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার আগরপাড়ায় বি টি রোড সংলগ্ন এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নিয়ন্ত্রণের কাজ। একইসঙ্গে পৌঁছেছে খড়দা থানার বিশাল পুলিশ বাহিনী।
জানা গিয়েছে, এদিন সন্ধ্যা সাড়ে আটটা নাগাদ হঠাৎ আগুন দেখা যায় মারুতি সুজুকির ওই সার্ভিস সেন্টারে। সঙ্গে সঙ্গে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। দ্রুত খবর দেওয়া দমকলে। খবর পেয়েই একের পর এক ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। তৎপরতার সঙ্গে শুরু হয় আগুন নিয়ন্ত্রণের কাজ। এছাড়াও ঘটনাস্থলে পৌঁছেছে সিইএসসি কর্তৃপক্ষ। তারা ঘটনাস্থলে গিয়ে বিদ্যুতের লাইন কেটে দেয়। আগুন আপাতত কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলে জানা যাচ্ছে।
জানা গিয়েছে, এদিন সন্ধ্যা সাড়ে আটটা নাগাদ হঠাৎ আগুন দেখা যায় মারুতি সুজুকির ওই সার্ভিস সেন্টারে। সঙ্গে সঙ্গে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। দ্রুত খবর দেওয়া দমকলে। খবর পেয়েই একের পর এক ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। তৎপরতার সঙ্গে শুরু হয় আগুন নিয়ন্ত্রণের কাজ। এছাড়াও ঘটনাস্থলে পৌঁছেছে সিইএসসি কর্তৃপক্ষ। তারা ঘটনাস্থলে গিয়ে বিদ্যুতের লাইন কেটে দেয়। আগুন আপাতত কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলে জানা যাচ্ছে।
সূত্রের খবর, ওই সার্ভিস সেন্টারে বেশ কিছু গাড়ি ছিল। গাড়িগুলির মধ্যে ছিল পেট্রোলও। ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই বেশকিছু গাড়ি ভস্মীভূত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে খড়দা থানার পুলিশ। যদিও শেষ খবর অনুযায়ী আগুন বেশ কিছুটা নিয়ন্ত্রণে বলেই জানা যাচ্ছে।
বিস্তারিত আসছে…