কিছুদিন আগেই বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন রাজভবনেরই এক অস্থায়ী মহিলা কর্মী। কলকাতা পুলিশের তরফ থেকে এই ঘটনায় ‘স্পেশাল ইনভেস্টিগেশন টিম’ বা বিশেষ অনুসন্ধানকারী দল গঠন করা হয়। কলকাতা পুলিশের তরফ থেকে সিসিটিভি ফুটেজ চাওয়া হয় রাজভবনের কাছে। কিন্তু, সেই সিসিটিভি ফুটেজ রাজভবনে তরফ থেকে কলকাতা পুলিশকে দেওয়া হয়নি। পরিবর্তে রাজভবনের তরফ থেকে সাধারণ মানুষের উদ্দেশে এদিন রাজভবনের সিসিটিভি ফুটেজ সামনে নিয়ে আসা হয়। ঠিক কী ঘটেছিল ২ মে? বৃহস্পতিবার ১ ঘণ্টা ১৯ মিনিটের সিসিটিভি ফুজেট দেখানো হয় রাজভবনে।

ঠিক কী দেখানো হল এই ফুটেজে?

রাজভবনের দেখানো ফুটেজে নর্থ গেটের সামনের অংশের দুটি ক্যামেরার রেকর্ডিং দেখানো হয়েছে। সেখানে তিনটি ধাপে দেখানো হয়েছে ফুটেজ। প্রথম ফুটেজ দেখানো হয়েছে বিকেল ৫টা ৩১ মিনিট থেকে ৫টা ৪২ মিনিটের। দ্বিতীয় ফুটেজের অবধি ৫টা ৩২ মিনিট- ৫টা ৩২ মিনিট এবং তৃতীয় ফুটেজটি সন্ধ্যা ৬টা ৩২ মিনিট থেকে শুরু এবং যা গিয়েছে ৬টা ৪১ মিনিটে।

এই ফুটেজগুলিতে অভিযোগকারী মহিলা অস্থায়ী কর্মীকে দেখা গিয়েছে দু’বার। সেখানে রাজভবনের মেন গেটে লাগানো সিসিটিভিতে দেখা যাচ্ছে অভিযোগকারিণী ঢুকছেন পুলিশের আউটপোস্টে প্রায় ৫ টা বেজে ৩২ মিনিটে। রাজভবনের নর্থ গেটে ৫ টা বেজে ৪০ মিনিটে দেখা যাচ্ছে পুলিশের আউটপোস্ট থেকে ওসির ঘরে যাচ্ছেন অভিযোগকারিণী। ৬ টা বেজে ৪১ মিনিটে দেখা যাচ্ছে রাজভবনে একটি গাড়ি এসে থামতে। তবে তা কার গাড়ি বোঝা যায়নি।

এদিন রাজভবনে উপস্থিত থাকা আসানসোলের বাসিন্দা অধ্যাপক তুষারকান্তি বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এক্স হ্যান্ডেলে রাজভবনের একটি পোস্ট দেখে আবেদন করে এখানে এসেছি। আমি বিশ্বাস করি না রাজ্যপাল এই ধরনের কাজ করতে পারেন। এর আগের পশ্চিমবঙ্গের দুই রাজ্যপালের (প্রায়ত কেশরীনাথ ত্রিপাঠী, জগদীপ ধনখড়ের সঙ্গে সম্পর্ক ভালো ছিল। বর্তমান রাজ্যপালের সঙ্গেও সম্পর্ক ভালো।’

রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগে নয়া পদক্ষেপ, রাজভবনের সিসিটিভি ফুটেজ চাইল লালবাজার

রাজভবনের অন্দরের কোনও অংশের সিসিটিভি ফুটেজ এদিন প্রকাশ করা হয়নি। উল্লেখ্য, ওই মহিলা অভিযোগপত্রে জানিয়েছিলেন, রাজভবনে কনফারেন্সে তিনি নিগ্রহের শিকার হয়েছিলেন। এরই মধ্যে সিসিটিভি ফুটেজ প্রকাশ করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, রাজ্যপালের বিরুদ্ধে এই অভিযোগ প্রসঙ্গে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা ও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version