মহুয়া মৈত্র। তিনি এলেন, দেখলেন, জয় করলেন। ২০১৯ সালেও তাই করেছিলেন। আর ২০২৪ সালে সব বিতর্ক ও অপবাদকে এই হাসির জোরেই তুড়ি মেরে জাস্ট উড়িয়ে দিয়ে ফের একবার দৃপ্ত পদক্ষেপে সংসদের পথে তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। তাঁর এই ভিডিয়ো সামনে আসতেই রীতিমতো ভাইরাল। সামার কুল সাদা পোশাকে মহুয়া মৈত্রের সিগনেচার স্টাইল আর সেই ঝলমলে আত্মবিশ্বাসী হাসি। ২০২৩ সালে সংসদের শীতকালীন অধিবেশনে যখন তাঁর সাংসদ পদ খারিজ করা হয়, তিনি তখনও দৃপ্ত কন্ঠেই বলেছিলেন, তিনি ফের লড়বেন এবং ফের একবার এই সংসদের অলিন্দে মানুষের রায় নিয়েই ফিরে আসবেন। ২০২৪ সালের নির্বাচনে এক্কেবারে মিলে গেল মহুয়া মৈত্রের কথা। 628789 ভোট পেয়ে 56705 ভোটের মার্জিনে বিজেপি প্রার্থী অমৃতা রায়কে হারিয়ে মহুয়া ফিরলেন লোকসভায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version